ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য বন্ধ ডিসি হিল পার্কের দুয়ার

প্রকাশিত: ০৪:০১, ১১ নভেম্বর ২০১৭

সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য বন্ধ ডিসি হিল পার্কের দুয়ার

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য আবারও বন্ধ হয়ে গেল ডিসি হিল পার্কের দুয়ার। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের চলাচলে বিঘ্ন সৃষ্টির অজুহাতে, এখন কোন অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা বলছেন, দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। চট্টগ্রামে মুক্তবুদ্ধির চর্চা বা সাংস্কৃতিক কার্যক্রমের মূলকেন্দ্র ডিসি হিল পার্ক। ফলে, বাংলাবর্ষণসহ সব আয়োজনই হয় এই পার্কের মুক্তমঞ্চে। তবে সাংস্কৃতিক চর্চার এই পথ এখন রুদ্ধ। আগে এখানে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান অনায়াসে হলেও গেল কয়েকদিন ধরে তার অনুমতি দিচ্ছে না জেলা প্রশাসন। বলা হচ্ছে বছরে তিনটি ছাড়া আর কোন আয়োজনের অনুমতি মিলবে না। এ নিয়ে ক্ষুব্ধ সাংস্কৃতিককির্মীরা। পার্কটির চূড়ায় রয়েছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাংলো। আর নিচে খোলাপ্রান্তরে মুক্তমঞ্চ। পাশাপাশি রয়েছে, ওয়াকওয়ে। যুগের পর যুগ এখানে অনুষ্ঠানের কারণে কখনো আপত্তি না উঠলেও এবার খোঁড়া এক অজুহাত দিচ্ছে প্রশাসন। তবে প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন সাংস্কৃতিক কর্মীরা। এর আগেও, কয়েকবার অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলেও সবস্তরের মানুষের আন্দোলনের মুখে সরে আসে প্রশাসন।
×