ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘প্রতিবাদের রং মেলা’ চারুকলা প্রদর্শনী উদ্বোধন জাদুঘরে

প্রকাশিত: ০৬:১৫, ৯ নভেম্বর ২০১৭

‘প্রতিবাদের রং মেলা’ চারুকলা প্রদর্শনী উদ্বোধন জাদুঘরে

স্টাফ রিপোর্টার ॥ বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের সঙ্গে মিশে দীর্ঘদিন শিল্পচর্চা করে চলেছে সমকাল শিল্পীগোষ্ঠী। সাধারণের জন্য শিল্পকর্ম এই ব্রত নিয়ে স্বাধীনতার পর থেকেই পথচলা এ সংগঠনটির। এই ধারাবাহিকতায় জাতীয় জাদুঘরের অঙ্গন গ্যালারিতে বুধবার বিকেলে উদ্বোধন হয় ‘প্রতিবাদের রং মেলা’ শিরোনামের সংগঠন আয়োজিত দশম চারুকলা প্রদর্শনী। চিত্রশিল্পী হাশেম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও স্পেনিস চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এম এস নূরীয়া লোপেজ। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে সংগঠনের ৪৭ শিল্পীর শতাধিক শিল্পকর্ম। চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী বলেন, শিল্পীরা শুধু ভাল শিল্পীই হয় না শিল্পীরা হয় প্রকৃত ভাল মানুষ। শুধু ছবি আঁকলেই হবে না ছবির ব্যাপারে কথাও বলতে হবে, এই প্রদর্শনীটি দেখলে মানুষের মনে ছবি আঁকার আগ্রহ সৃষ্টি হবে। এমএস নূরীয়া লোপেজ বলেন, সমকালের এই প্রদর্শনী নতুন শিল্পীদের ছবির আঁকার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে। তিনি আরও বলেন শিল্পের বিষয় মাধ্যম সঠিকভাবে নির্বাচন করে শিল্পকর্ম আঁকা বা তৈরি করাই শিল্পীর প্রধান কাজ। অনুষ্ঠানের স্বাগত ভাষণে জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার বলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করছে। সমকালের এ প্রদর্শনীর চিত্রকর্মগুলো দেখলে বুঝা যায় শিল্পীরা তাদের আবেগ দিয়ে এই অপূর্ব চিত্রকর্মগুলো এঁকেছেন। প্রদর্শনী চলবে ১৮ নবেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ইতিহাসের মহানায়কেরা নাট্যোৎসবে ‘মহত্মা’ মঞ্চস্থ ॥ শিল্পকলা একাডেমিতে ‘ইতিহাসের মহানায়কেরা’ নাট্যোৎসবের পঞ্চম দিনে বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় ইউনিভার্সেল থিয়েটারের নাটক ‘মহত্মা’। একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে ইউনিভার্সেল থিয়েটার। দেশভাগের আগে নোয়াখালীতে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষপটে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাজহারুল হক পিন্টু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, শওকত মনসুর রিয়াদ, আবুল হোসেন খোকন, মাজহারুল হক পিন্টুু, দীন ইসলাম শ্যামল, আবদুল ওয়াদুদ সান্তনা, মোহাম্মদ কাশেদ আলী নয়ন, রাসেল, আওলাদ, কানিজ, মিরাজ প্রমুখ। উৎসবের ষষ্ঠ দিনে আজ বৃহস্পতিবার মঞ্চায়ন আরণ্যকের নাটক ‘এবং বিদ্যাসাগর’। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা এবং পরিচালনা করেছেন মামুনুর রশীদ।
×