ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা ট্রাম্পের

প্রকাশিত: ০৪:৩৩, ৯ নভেম্বর ২০১৭

শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গুরুত্বপূর্ণ এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার চীনের রাজধানী বেজিং পৌঁছেছেন। এই সফরকালে ট্রাম্প তার ভাষায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার অবতারণা করবেন। খবর এএফপির। ট্রাম্প চীন পৌঁছার আগেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট শি জিনপিং-এর ভূয়সী প্রশংসা করেন। এখানে দেয়া তার এক বক্তৃতায় ট্রাম্প তার চীনা প্রতিপক্ষকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আরও ‘কিছ’ করার আহ্বান জানান। ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে চীনকে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে মনে করে। কারণ উত্তর কোরিয়ার অর্থনৈতিক অস্তিত্ব এবং এর ব্যবসা বাণিজ্যের ৯০ শতাংশই চীনের ওপর নির্ভরশীল। এ ছাড়াও উত্তর কোরিয়ার অভ্যুদয় এবং স্নায়ুযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত দেশটি চীনের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। সে জন্যই উত্তর কোরিয়াকে বাগে আনার জন্য ট্রাম্প প্রেসিডেন্ট শি কে নানা ধরনের প্রশংসা বাক্যে আপ্লুত করেন। সম্প্রতি প্রেসিডেন্ট শি কম্যুনিস্ট পার্টির প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ট্রাম্প তাকে এক টুইট বার্তায় এই মর্মে অভিনন্দন জানান, প্রেসিডেন্ট শি যে বিশাল রাজনৈতিক বিজয় অর্জন করেছেন- সে জন্য আমি তার সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে গভীরভাবে আগ্রহী।
×