ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চুরি হওয়া তেলবাহী ট্যাঙ্কার খুলনায় জব্দ

প্রকাশিত: ০৩:১৮, ৬ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে চুরি হওয়া তেলবাহী ট্যাঙ্কার খুলনায় জব্দ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ‘এমটি রাইদা’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কার খুলনায় জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। রবিবার সকালে খালিশপুর এলাকায় ভৈরব নদে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি জব্দ করা হয়। এ সময় ট্যাঙ্কারে থাকা ১৪ সন্দেহভাজনকে এবং পরে চোরাই তেলের সন্দেহভাজন ক্রেতা সুমনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। জানা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের চট্টগ্রামের প্রধান ডিপো থেকে প্রায় এক কোটি টাকার জ্বালানি তেল দুটি জাহাজে করে গায়েব করে দেয়া হয়। এর মধ্যে এমটি রাইদা নামের জাহাজটিতে গত ২৫ অক্টোবর খালিশপুর ডিপোর জন্য ডিজেল বোঝাই করে।র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, শনিবার রাতে খবর পেয়ে র‌্যাব-৬ এর সদস্যরা খালিশপুর এলাকার ভৈরব নদে তল্লাশি শুরু করে রবিবার সকালে ট্যাঙ্কারটি জব্দ করে। এর ধারণ ক্ষমতা ২০ লাখ লিটার। ট্যাঙ্কারে থাকা ১৪ সন্দেহভাজনকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে গত ২৫ অক্টোবর চুরি হওয়া তেল সম্পর্কে তথ্য পাওয়া যায়। ইতোমধ্যে ছয় হাজার লিটার ডিজেল উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে চোরাই তেলের ক্রেতা সুমনকেও।
×