ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির মহারণ

প্রকাশিত: ০৫:২৪, ৫ নভেম্বর ২০১৭

ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চলতি মৌসুমে অবশ্য পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্লুজরা। মৌসুমের প্রথম ১০ ম্যাচে জয় মাত্র ছয়টিতে। এক ড্র আর বাকি তিনটিতে হেরে বর্তমানে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে এ্যান্তোনিও কন্টের দল। আজ আবারও অগ্নিপরীক্ষা চেলসির। কেননা নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানইউ। চেলসির সমান ১০ ম্যাচ থেকে সাত জয় দুই ড্র আর বাকি ম্যাচে হারায় রেড ডেভিলদের সংগ্রহে ২৩ পয়েন্ট। তবে এই ম্যাচের সৌজন্যে আবারও স্ট্যামফোর্ড ব্রিজের ডাগআউটে দেখা যাবে জোশে মরিনহোকে। চেলসির হয়ে তিনটি বড় শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন জোশে মরিনহো। কিন্তু দুর্ভাগ্য তার। দুইবারই ক্লাব থেকে বরখাস্ত হতে হয় তাকে। চেলসি থেকে বরখাস্ত হয়ে গত মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দেন মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানইউর কোচ হওয়ার পর দুইবার সাবেক ক্লাবে ভ্রমণ করেছেন মরিনহো। দুর্ভাগ্য, দুইবারই পরাজয়ের লজ্জা নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে তাকে। প্রথম ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানের পরাজয়। কিন্তু এবার চিত্রনাট্য বদলাতে মরিয়া স্পেশাল ওয়ান। এদিকে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লাব বদলানোর অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন ছুড়ে দেয়া হয় মরিনহোকে। সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো অবশ্য খুব স্বাভাবিকভাবেই দেখছেন বিষয়টিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তেমন বড় কোন বিষয় নয়। এটা ফুটবলে খুবই স্বাভাবিক ঘটনা। একদিন আপনি এই ক্লাবের কোচ। পরবর্তীতে দেখা গেল অন্য কোন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি।’ জোশে মরিনহো ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়ার আগের সময়টা কাটিয়েছেন স্পেনে। বর্তমান ক্লাব ফুটবলের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। আর স্প্যানিশ জায়ান্টদের কোচ থাকার সময় প্রায় ৩ মিলিয়ন পাউন্ড আয়কর বাকি ছিল তার। শুক্রবার সেই মামলার শুনানিতে হাজির থাকার জন্য মাদ্রিদে যেতে হয়েছিল তাকে। গত জুনে মরিনহোকে জানানো হয়েছিল যে, ইমেজ রাইটস থেকে প্রাপ্ত অর্থ অনুযায়ী কর তার বাকি রয়েছে। এদিন আদালত থেকে বেরিয়ে আসার পর ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ জানান, ‘২০১৩ সালে আমি মাদ্রিদ ছেড়েছিলাম। তখন এই বিষয়ে কিছুই জানতাম না। বছর কয়েক বাদে জানতে পারলে আমি কর দেয়ার ব্যাপারে ইতিবাচক সম্মতি জানাই। পেশাদার কোচ হিসেবে সেটাই আমার কর্তব্য। এখন আয়কর সংক্রান্ত কোন মামলাই নেই।’ আজ চেলসি-ম্যানইউ ছাড়াও ফুটবলপ্রেমীদের নজর থাকবে ইত্তিহাদ স্টেডিয়ামে। কেননা এই ম্যাচেই যে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আর্সেনালের। কোচ হিসেবে গত মৌসুমেই ম্যানসিটির দায়িত্ব নেন পেপ গার্ডিওলা। অভিষেক মৌসুমেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দেন তিনি। কিন্তু শুরুর সেই ফর্ম অবশ্য ধরে রাখতে পারেননি এই স্প্যানিশ কোচ। তবে চলতি মৌসুমে উড়ছেন তার শিষ্যরা। এখন পর্যন্ত কোন ম্যাচেই হার দেখেনি সিটিজেনরা। প্রথম ১০ ম্যাচের ৯টিতেই জয় আর অন্যটি ড্র। ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান তাদের। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পাঁচ পয়েন্টের ব্যবধান তাদের। বার্সিলোনার কোচ হিসেবে দারুণ সময় পার করেছিলেন গার্ডিওলা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখেও। গার্ডিওলার সামনে এবার প্রিমিয়ার লীগে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ। এছাড়াও প্রিমিয়ার লীগে আজ দিনের অন্য ম্যাচে দুর্বল ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার।
×