ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাট-বলের চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুত ৭ দল

প্রকাশিত: ০৬:২২, ৪ নভেম্বর ২০১৭

ব্যাট-বলের চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুত ৭ দল

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম আসর মাঠে গড়াবে আজ। এবার বিপিএলে ফিরে এসেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি তারা সিলেট সিক্সার্স নাম নিয়ে অংশগ্রহণ করবে। তবে বাদ পড়েছে বরিশাল বুলস। সবমিলিয়ে ৭ দল নিয়েই এবার আয়োজিত হবে এ আসরটি। টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠান অবশ্য বাদ দেয়া হয়েছে এবার বন্যাদুর্গতদের ত্রাণকার্যের জন্য। এই প্রথম ঢাকা ও চট্টগ্রামের বাইরে কোন ভেন্যুতে হচ্ছে বিপিএল। প্রায় দেড় মাস আগে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল চূড়ান্ত করেছে ৭ ফ্র্যাঞ্চাইজি। তারও আগে এবং পরে অধিকাংশ দলই যোগাযোগের মাধ্যমে বিদেশী অনেক তারকাকে খেলানো নিশ্চিত করে। আর একজন করে আইকনসহ পুরনো মোট ৪ জন করে খেলোয়াড়ও আগেই চূড়ান্ত হয়েছিল। সার্বিকভাবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস শক্ত দল গড়লেও শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে সবগুলো দলের মধ্যে। শিরোপা ধরে রাখতে পারবে এবার তারা? নাকি দেখা যাবে নতুন চ্যাম্পিয়নকে? অপেক্ষায় থাকতে হবে ১২ ডিসেম্বর ফাইনাল পর্যন্ত। আগামী ৮ নবেম্বর পর্যন্ত সিলেটে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে। এবার বিপিএলে মোট ৪৬টি ম্যাচ শেষে হবে শিরোপার ফয়সালা। আজ প্রথমদিনে মুখোমুখি হবে নবাগত ও স্বাগতিক সিলেটের বিরুদ্ধে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা। দিনের অপর ম্যাচে রাজশাহী-রংপুর মোকাবেলা করবে সন্ধ্যায়। আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো করে বিদেশী অনেক খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছিল। তাই প্লেয়ার্স ড্রাফটে খুব বেশি বিদেশী ক্রিকেটারকে নিতে হয়নি তাদের। প্লেয়ার্স ড্রাফটে সর্বাধিক ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করে কুমিল্লা ও রংপুর। খুলনা ২ কোটি ৫৪ লাখ, ঢাকা ও রাজশাহী ২ কোটি ৫২ লাখ টাকা করে ব্যয় করে। তবে পাকিস্তানে ন্যাশনাল টি২০ লীগ ১১ নবেম্বর থেকে শুরু হওয়াতে প্রথম দিকের অনেকগুলো ম্যাচেই খেলবেন না পাক ক্রিকেটাররা। পিসিবির নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের খেলতেই হবে এই আসরে। নাহলে তারা জাতীয় দলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হবেন। সার্বিকভাবে দল গঠনে বেশ শক্তিশালী গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এবার তাদের কোচ হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাদের দলে দেশী-বিদেশী মিলিয়ে তারকাদের আধিক্য রয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন আইকন হিসেবে। দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৫৫ লাখ টাকা পারিশ্রমিক তার। এছাড়া তামিম ইকবালকে আইকন হিসেবে দলে ভিড়িয়ে বেশ শক্ত দল গড়েছে কুমিল্লা। তবে তিনি ইনজুরির কারণে প্রথম অংশে খেলতে পারবেন না। এবার দলটি ছেড়ে রংপুরের আইকন হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি। রাজশাহী কিংসে যোগ দিয়েছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার দলটির আইকন মুশফিকুর রহীম। কিন্তু ইনজুরির কারণে পুরো বিপিএলেই খেলা অনিশ্চিত তার। আইকন হিসেবে এবার সাব্বির রহমান আছেন সিলেট সিক্সার্সে। গত আসরে প্রথমবার অংশ নিয়ে চমক দেখানো খুলনা টাইটান্সের আইকন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার তারা কোচ হিসেবে নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। আর চিটাগংয়ের আইকন থাকছেন সৌম্য সরকার। বাকি আইকনদের মধ্যে সৌম্য ও সাব্বিরের পারিশ্রমিক ৪০ লাখ এবং বাকি ৪ আইকনের ৫০ লাখ টাকা করে। ঢাকা ডায়নামাইটস দেশী ॥ সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, খালেদ আহমেদ। বিদেশী ॥ কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসেইন, শাহীন আফ্রিদি, কাইরন পোলার্ড। কোচ ॥ খালেদ মাহমুদ সুজন। রাজশাহী কিংস দেশী ॥ মুশফিকুর রহীম (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনীক। বিদেশী ॥ লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন সামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসমান মির, রাজা আলী দার। কোচ ॥ সারোয়ার ইমরান। খুলনা টাইটান্স দেশী ॥ মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান। বিদেশী ॥ জুনাইদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রেথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, কাইল এ্যাবট, রাইলি রুশো, সেকুগে প্রসন্ন, শিহান জয়সুরিয়া, জফরা আর্চার, মাইকেল ক্লিঞ্জার। কোচ ॥ মাহেলা জয়বর্ধনে। রংপুর রাইডার্স দেশী ॥ মাশরাফি বিন মর্তুজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম। বিদেশী ॥ ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, রবি বোপারা, ডেভিড উইলি, এডাম লিথ, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শিনওয়ারি, জহির খান। কোচ ॥ টম মুডি। চিটাগাং ভাইকিংস দেশী ॥ সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত। বিদেশী ॥ লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নজিবুল্লাহ জাদরান, লুইস রিজ। কোচ ॥ নুরুল আবেদিন ফাহিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশী ॥ তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান। বিদেশী ॥ শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান, ফখর জামান, জস বাটলার, কলিন মানরো, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রাইস। কোচ ॥ মোহাম্মদ সালাউদ্দিন। সিলেট সিক্সার্স দেশী ॥ সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরীফউল্লাহ। বিদেশী ॥ রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্তোকি, চতুরঙ্গ ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুস্কা গুনাতিলকা, উপুল থারাঙ্গা, উসমান খান, রিচার্ড লেভি। কোচ ॥ জাফরুল এহসান।
×