ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিলবোর্ড ব্যানার নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার আহ্বান

প্রকাশিত: ০৬:১৩, ৪ নভেম্বর ২০১৭

বিলবোর্ড ব্যানার নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার আহ্বান

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ নবেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের শুরু করা প্রচারের সময়সীমা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে নগরীর যেসব স্থানে ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড ও পোস্টার লাগানো হয়েছে; তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। গত বুধবার বিকেল থেকে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করে এ আহ্বান জানানো হয়; নির্ধারিত সময়সীমার পর নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নির্ধারিত সময়সীমার পর যাদের পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ৫ নবেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন কর্মকর্তা সাহাতাব বলেন, সিটি নির্বাচন আইনবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারের কোন সুযোগ নেই; এ সময় নির্বাচন সংক্রান্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেইট তৈরি পুরোপুরি নিষিদ্ধ। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২’ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা না হলে নূন্যতম ১০ হাজার টাকা এবং অনুর্ধ ৫০ হাজার টাকা অর্থদন্ড- অনাদায়ে অনধিক ৩০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে।
×