ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন প্রজাতির ওরাংওটাং...

প্রকাশিত: ০৫:৪৯, ৪ নভেম্বর ২০১৭

নতুন প্রজাতির ওরাংওটাং...

ইন্দোনেশিয়ার বাতাং তরু জঙ্গলে নতুন তাপানুলি প্রজাতির ওরাংওটাং খুঁজে পাওয়া গেছে। সংখ্যা প্রায় আট শ’। সারাবিশ্বে এ প্রজাতিটি বর্তমানে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এটি বোরনিয়ান ও সুমাত্রান ওরাংওটাং প্রজাতির। এক হিসাবে সুমাত্রান ওরাংওটাং রয়েছে ১৫ হাজারেরও কম। বোর্নিও দ্বীপে প্রায় ৫৪ হাজার ওরাংওটাং আছে। ১৯৯৭ সালে সর্বপ্রথম এর সন্ধান পাওয়া যায়। -এএফপি ট্রাম্পের টুইটার নিষ্ক্রিয়! বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার এ্যাকাউন্ট ১১ মিনিট নিষ্ক্রিয় ছিল। পরে তা চালু হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ট্রাম্পের টুইটার ভিজিট করতে গিয়ে ব্যবহারকারীরা জানতে পারেন পেজটি আর নেই। টুইটার জানিয়েছে, এজন্য কোম্পানির এক কর্মী দায়ী। টুইটারে ট্রাম্পের চার কোটি ১৭ লাখ ফলোয়ার রয়েছে। -এএফপি
×