ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার মজিদ মাওলানাসহ ৬ রাজাকারের বিরুদ্ধে দুজনের জবানবন্দী

প্রকাশিত: ০৫:৪৬, ২ নভেম্বর ২০১৭

নেত্রকোনার মজিদ মাওলানাসহ ৬ রাজাকারের বিরুদ্ধে দুজনের জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মোঃ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাসহ ছয় রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ৬ষ্ঠ ও পঞ্চম সাক্ষী জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে ৬ষ্ঠ সাক্ষী রনজিত জোয়ার্দার বলেন, পাকিস্তানী আর্মিরা আমাদের গ্রামে আসতে পিস কমিটির সভাপতি বছির আকন্দসহ অন্যরা তাদেরকে ডাকবাংলায় নিয়ে যায়। অন্যদিকে সপ্তম সাক্ষী প্রদীপ চন্দ্র সিংহ বলেন, পাকিস্তানী আর্মি ও রাজাকাররা ডাক্তার হেম চন্দ্র বাগচী, হরিদাস সিংহ ও মেঘুনাথকে গুলি করে হত্যা করে। সাক্ষীর জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জবানবন্দীর জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্র্র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বুধবার এ আদেশ প্রদান করেছে। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি, আবুল কালাম প্রমুখ। সপ্তম সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম প্রদীপ চন্দ্র সিংহ। আমার বর্তমান বয়স আনুমানিক ৬৬ বছর। আমার ঠিকানা গ্রাম-ঘাগড়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আনুমানিক ২০ বছর। তখন আমি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্র ছিলাম। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমি গ্রামের বাড়ি ঘাগড়ায় চলে যাই।
×