ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ

কাতালান নেতাকে স্পেনের আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:১০, ২ নভেম্বর ২০১৭

কাতালান নেতাকে স্পেনের আদালতে হাজির হওয়ার নির্দেশ

স্পেনের সর্বোচ্চ ক্রিমিনাল কোর্ট মঙ্গলবার কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজদামনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত হওয়ার সমন জারি করেছে। মাদ্রিদের সরাসরি শাসন জারির পর বেলজিয়ামে চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ সমন জারি করা হলো। খবর এএফপির। মাদ্রিদের ন্যাশনাল অডিয়্যান্স বড় বড় অপরাধের মামলা নিষ্পত্তি করে। বৃহস্পতিবার ও শুক্রবার আদালত কার্লেস পুজদামন ও তার প্রশাসনের অপর ১৩ জন সাবেক সদস্যের বিরুদ্ধে সমন জারি করে। গত সপ্তাহে স্পেনের কেন্দ্রীয় সরকার পুজদামন ও তার মন্ত্রিসভাকে পদচ্যুত করে পার্লামেন্ট ভেঙ্গে দেয়। তারপর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। সোমবার স্পেনের প্রধান কৌঁসুলি জানান, কার্লেসের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও তহবিল তছরুপের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩০ বছরের কারাদন্ড ভোগ করতে হবে। এরপরই খবর আসে তিনি বেলজিয়ামে চলে গেছেন। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পুজদামন বলেন, তিনি বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয় বা ন্যায়বিচার চাইতে আসেননি। বরং স্পেন সরকার তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি কাতালোনিয়ায় ফিরে যাবেন। তিনি বলেন, আমি কাতালান জনগণকে দীর্ঘ রাস্তা পাড়ি দেয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র আমাদের জয়ের মূলভিত্তি। কাতালোনিয়ায় স্পেন সরকারের ডাকা আগাম নির্বাচনও তিনি মেনে নেবেন বলে জানান। তবে কবে নাগাদ তিনি স্পেনে ফিরে যাবেন সে বিষয়ে কিছুই বলেননি। স্পেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পুজদামনের জন্য নির্বাচনে অংশ নেয়ার দ্বার খোলা থাকবে। কেন্দ্রীয় সরকারের যাবতীয় বিরোধিতার পর স্বাধীনতার প্রশ্নে গত এক অক্টোবর স্বায়ত্তশাসিত কাতালোনিয়ায় গণভোট ও তার ভিত্তিতে কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তী ব্যবস্থা হিসেবে স্পেন সরকার পুজদামনকে বরখাস্ত করে ও কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে ২১ ডিসেম্বর সেখানে আগাম নির্বাচন ঘোষণা করে। সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়ে কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বেশকিছু কর্মকর্তা মাদ্রিদের নির্দেশে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। কাতালান মন্ত্রীদের কেউ দফতরে এলে আঞ্চলিক পুলিশ তাদের চলে যেতে ঘণ্টাখানেক সময় দেয়। তা না হলে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়। স্প্যানিশ সরকার দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ জারির পর এখন পর্যন্ত অন্তত একশ’ ৫০ উচ্চপদস্থ কাতালান কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে। এখন পুজদামনের আগাম নির্বাচন মেনে নেয়ার ঘোষণা স্পেন সরকারকে স্বাভাবিকভাবেই কিছুটা সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছে। এদিকে মঙ্গলবার স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের একতরফা স্বাধীনতা ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি কাতালান পার্লামেন্টের স্পীকার ও অন্যান্য জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করেছে।
×