ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬৫ হাজার টাকায় সমাধান

প্রকাশিত: ০৬:২৩, ১ নভেম্বর ২০১৭

৬৫ হাজার টাকায় সমাধান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার নিমতলা জনসেবা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের লাবনী আক্তারের সন্তান প্রসবের তারিখ ছিল। প্রসবব্যথা উঠলে তাকে সন্ধ্যা ৭টায় নিমতলা জনসেবা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তিনি সন্তান প্রসব করেন। এ সময় গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপতালে এলে হাসপতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসী ও হাসপাতাল কর্তৃপক্ষ ৬৫ হাজার টাকায় ঘটনার মীমাংসা করে। ডালবীজ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বুধবার বেলা ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষা উপকরণ, মাসকলাই বীজ, হাইজিন কিটস্ ও সিমেন্টের চুলা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৯শ’ ৮০ জন বন্যার্ত পরিবার ও ক্ষুদ্র এবং প্রাণন্তিক কৃষকের মাঝে এগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস, সহকারী সিনিয়র পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, ল্যাম্ব ডিআরআর প্রজেক্ট ম্যানেজার মাহাতাব লিটন।
×