ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৪, ১ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন

স্ট্র্যাটেজিস ফর সাসটেইনেবল রিসার্চ এ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান স্যামসন এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাবে সোমবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসি ও বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোখলেছুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনওটিআরডিইউনেটের সিইও রেনি বুচ ও এশিয়া প্যাসিফিক এ্যাডভ্যান্সড নেটওয়ার্কের এক্স চেয়ার ড. সিমোন সি লিন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিরেনের (বাংলাদেশ রিসার্চ এ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক) সিইও একেএম হাবিবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×