ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের লজ্জার হার

প্রকাশিত: ০৫:৩০, ৩১ অক্টোবর ২০১৭

রিয়াল মাদ্রিদের লজ্জার হার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় দুঃসময় কাটছেই না রিয়াল মাদ্রিদের। বর্তমান চ্যাম্পিয়নরা রবিবার রাতে এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে। এবারই প্রথম লা লিগায় উঠে আসা জিরোনার কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কাতালোনিয়ার ক্লাবের এ জয়ে ২৭ বছর পর আরেকবার লজ্জা পেতে হলো রিয়ালকে। ১৯৯০ সালের পর নবাগত কোন ক্লাবের কাছে এই প্রথম হারতে হলো তাদের। ম্যাচের শুরুতে অবশ্য বোঝা যায়নি করুণ পরিণতি অপেক্ষা করছেন রোনাল্ডো, বেঞ্জামা, ইস্কোদের জন্য। কেননা শুরুর দিকে স্প্যানিশ মিডফিল্ডার ইস্কোর গোলে এগিয়ে যায় সফরকারী মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে ক্রিশ্চিয়ান স্টুয়ানি ও পর্তুর গোলে রিয়ালের পরাজয় নিশ্চিত হয়। এই পরাজয়ে মাত্র ১০ ম্যাচ পর টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে ১০টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮। আর ২০ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। রাজনৈতিক অস্থিরতার জেরে পুরো স্পেনজুড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই রিয়াল প্রথমবারের মতো কাতালান কোন রাজ্যে খেলতে যায়। এদিনই স্পেনের ঐক্যের ডাক দিয়ে প্রায় ১০ লাখ মানুষ বার্সিলোনায় র‌্যালিতে অংশ নেয়। এর মাত্র ১০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জিরোনার প্রাণকেন্দ্রে মাদ্রিদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে মাঠের লড়াইয়ে জিতে গেছে কাতালানরাই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এ জয়ে ইতিহাস গড়েছে জিরোনা। ১২ মিনিটে পাবলো মাফেয়োর ক্রস থেকে জিরোনা প্রায় গোল পেয়েই গিয়েছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। উল্টো মাত্র সেকেন্ডের ব্যবধানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট জিরোনা গোলরক্ষক ইয়াসিন বোনো ধরতে ব্যর্থ হলে ফিরতি বলে ইস্কো রিয়ালকে এগিয়ে দেন। এরপর থেকে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ জিরোনার কাছে চলে যায়। বিরতির ঠিক আগে পর্তুর হেড কিকো ক্যাসিয়ার ওপর দিয়ে ক্রসবারে গিয়ে আঘাত লাগে। পেশীর সমস্যার কারণে রাফায়েল ভারানের পরিবর্তে বিরতির পরে নাচোকে নামাতে বাধ্য হন রিয়ার কোচ জিনেদিন জিদান। বিরতির পরে ৫৪ মিনিটে স্টুয়ানি জিরোনার পক্ষে সমতা ফেরান। চার মিনিট পরে মাফেয়োর ক্রস থেকে পর্তুগেজ মাঞ্জানেরা ব্যবধান দ্বিগুণ করলে রিয়ালের হার নিশ্চিত হয়। বাকি সময়ে চেষ্টা করেও আর গোল পাননি রোনাল্ডো, ইস্কো, টনি ক্রুসরা। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, আমরা জানি এর থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমাদেরও ভাল দিন আসবে। এছাড়া মৌসুমে এখনও অনেক সময় বাকি। আমাদের প্রতিপক্ষরাও কোন না কোন ম্যাচে পয়েন্ট হারাবে। এখানে আমাদের আর বেশি কিছু করার নেই। আমরা জানি দ্রুতই এই অবস্থার অবসান হবে। আমি এটা নিয়ে মোটেই চিন্তিত নই। জিরোনায় খেলা হলেও সেখানে বিপুল সংখ্যক মাদ্রিদ সমর্থক উপস্থিত ছিলেন। কিন্তু কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে জিরোনা কোচ পাবলো মাচিন বলেন, যারা জিরোনাকে চেনে তারা জানে এখানে অন্য কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোন অবকাশ নেই। যে কোন দলের সমর্থকরাই তার দলের প্রাণ। পুরো দুই ঘণ্টা দু’দলের সমর্থকরা ম্যাচটি দারুণভাবে উপভোগ করেছেন।
×