ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ম্যাডামের গাড়িতে যেন ঢিল না পড়ে, কিছু ছাত্রলীগ নেতাকে নিয়েছ

প্রকাশিত: ০৫:২৯, ৩১ অক্টোবর ২০১৭

ম্যাডামের গাড়িতে যেন ঢিল না পড়ে, কিছু ছাত্রলীগ নেতাকে নিয়েছ

বিশেষ প্রতিনিধি ॥ ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য তার দলেরই নেতা-কর্মীদের দায়ী করে তার প্রমাণ হিসেবে একটি অডিও টেপ শুনিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত। হামলায় জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনা সঙ্গে কারা জড়িত তা দেখতে চাই আমরা। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছেন তাও জানতে চাই। ঘটনা ঘটিয়ে রাজনৈতিক অঙ্গন কারা ঘোলা করতে চায় তা জানা প্রয়োজন। অনুষ্ঠানে খালেদা জিয়ার গাড়িরবহরে হামলার ব্যাপারে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এবং ফেনী বিএনপির এক নেতার মধ্যে টেলিফোনের কথোপকথনও প্রকাশ করেছেন তিনি। বিএনপির ওই দুই নেতার টেলিফোনে কথোপকথনে স্পষ্টভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িতে যেন একটি ঢিলও না পড়ে এবং শুধুমাত্র গাড়িবহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয় সেই নির্দেশই দেয়া হয়। অডিও’র ওই রেকর্ডে শোনা যায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বলছেন, ‘ম্যাডামের গাড়িতে যেন ঢিল না পড়ে’। তখন অপর প্রান্ত থেকে বলা হয়, ‘না লিডার ওদের সব বুঝিয়ে দেয়া হয়েছে, ম্যাডামের গাড়িতে কোন ঢিল পড়বে না। ওদের বুঝিয়ে দিয়েছি শুধু সাংবাদিকদের ওপর হামলা করতে হবে।’ শাহাদাত হোসেন তখন বলেন, ‘কিছু ছাত্রলীগের নেতাকে নিয়েছো?’। জবাবে ফেনী বিএনপির ওই নেতা বলেন ‘হ্যাঁ, ওরা স্থানীয় কয়েকজন, ওদের টাকা পয়সা দিয়ে দেয়া হয়েছে কোন সমস্যা হবে না, ম্যাডামের গাড়িতে কোন ঢিল পড়বে না।’ এ বিষয়ে হানিফ বলেন, ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে হামলা বিএনপির পূর্বপরিকল্পিত। পরিকল্পিত হামলার মাধ্যমে বিএনপি সরকারের প্রতি দায় চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল। প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে। তিনি বলেন, খালেদা জিয়ার সফরকালে কোন ধরনের বিঘœ সৃষ্টি না হয় এবং তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেয়া ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যাথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই। রোহিঙ্গাদের দেখতে খালেদা জিয়ার এই সফরেরও সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সব কিছুর পর যখন স্বাভাবিক পরিস্থিতি এসেছে, তখন তিনি (খালেদা জিয়া) রোহিঙ্গাদের প্রতি দরদ দেখাতে কক্সবাজার গেলেন। তিনি যদি মানবতার জন্য সেখানে যেতেন, তাহলে তিনি বিমানে গিয়ে ত্রাণ দিয়ে আবার চলে আসতেন। উনি মানবতার দোহাই দিয়ে গেছেন রাজনৈতিক শোডাউন করতে। সে শোডাউন করে ইস্যু তৈরি করার লক্ষ্য ছিল তার। তাতে তিনি সক্ষম হয়েছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, শিশু বিশেষজ্ঞ ডাঃ আবদুল আজিজ, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কুষ্টিয়ার খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, সংগঠনের সম্পাদক এম মামুন হুসাইন, সমন্বয়ক ও সাংবাদিক রফিকুল ইসলাম রনি, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ঝর্না মনি। অনুষ্ঠানে মেধাবী গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা তুলে দেয়া হয়। বিএনপিই হামলা চালিয়েছে তার প্রমাণ আছে- ড. হাছান ॥ কক্সবাজার সফরে যাওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা যে বিএনপির পরিকল্পনায় হয়েছে, তার প্রমাণ পাওয়ার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এই ঘটনার পরিকল্পনার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এবং ফেনী বিএনপির এক নেতার মধ্যে টেলিফোনের কথোপকথনও প্রকাশ করেছেন তিনি। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এই টেলিফোনালাপের রেকর্ড বাজিয়ে শোনান। তিনি বলেন, ‘ইন্টারনেটের কল্যাণে এই হামলার পরিকল্পনার একটি কথোপকথন প্রকাশ হয়েছে। তাতে চট্টগ্রাম মহানগরের বিএনপির সভাপতি এবং ফেনী বিএনপির এক নেতার কথোপকথনের মাধ্যমে প্রমাণিত হয় এই হামলা সম্পূর্ণরূপে পরিকল্পিত।’ হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি নেতারা এই নাটক সাজায়। আর খালেদা জিয়া এখন রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। রোহিঙ্গাদের পাশে বিএনপি কখনও দাঁড়ায়নি। এতদিন কোথায় ছিলেন খালেদা জিয়া? তিনি বলেন, ফেনী বিএনপির কোন এক নেতার কথোপকথনের মাধ্যমেই প্রমাণ হয় ওই হামলা সাজানো। তাদের পৃষ্ঠপোষকতায় এ হামলা ঘটানো হয়েছে। এই রকম নোংরা রাজনীতি বিএনপি করে, নিজেরা ঘটনা ঘটিয়ে এই অপচেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা ইসলাম চামেলী প্রমুখ বক্তব্য রাখেন।
×