ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিদায় বেলায় সতীর্থদের স্মরণ

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ অক্টোবর ২০১৭

বিদায় বেলায় সতীর্থদের স্মরণ

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ফাইনালসের শেষেই পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন সুইস তারকা মার্টিনা হিঙ্গিস। ৩৭ বছর বয়সে তিনি যখন টেনিসকে বিদায় জানান তখন অনন্য এক রেকর্ড গড়েই সরে দাঁড়ালেন। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ডাবলস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা এখন হিঙ্গিসের দখলে। তবে ক্যারিয়ারে দুই ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজের অবদানের প্রশংসা করতে ভুল করেননি এই সুইস তারকা। ক্যারিয়ারে ১০টি মেজর শিরোপা জিতেছেন হিঙ্গিস। সর্বশেষ তাইপের ইয়ং-ইয়ান চ্যানের সঙ্গে জুটি বেঁধে তিনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখলের কৃতিত্ব দেখিয়েছেন এই সুইস কিংবদন্তি। সানিয়া ও পেজের সঙ্গে জুটি বেঁধে সাতটি ডাবলস ও মিক্সড ডাবলসের শিরোপাও নিজের করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষের বেলাতে তাদের স্মরণ করে হিঙ্গিস বলেন, ‘এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামাটাও সৌভাগ্যের। সানিয়া ছাড়া আমি আবারও টেনিসে ফিরতে পারতাম না, সেই অনুভূতি নিতে পারতাম না।’ এ সময় তিনি আরও বলেন, ‘সানিয়ার মতো লিয়েন্ডারের সঙ্গেও আমার সময়টা দারুণ কেটেছে। আমরা এক সঙ্গে চারটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছি। আসলে তাদের ছাড়া আমার এই অর্জন কোনভাবেই সম্ভব ছিল না।’
×