ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়া পৌর এলাকায় যানবাহনে চলছে চাঁদাবাজি

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ অক্টোবর ২০১৭

কলাপাড়া পৌর এলাকায় যানবাহনে চলছে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ অক্টোবর ॥ কলাপাড়ায় যানবাহন থেকে পৌরসভার কর আদায়ের নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। শেখ কামাল সেতুর সংযোগ সড়ক থেকে পৌরসভার নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত এখন ফ্রি-স্টাইলে চাদাবাজি করছে। পৌরসভার নামে একটি সংঘবদ্ধ চক্র এ চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে। এ কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। জানা গেছে, কলাপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড, মাছ বাজার সংলগ্ন গণশৌচাগার, নতুন বাজার সংলগ্ন গণশৌচাগার এবং বাসস্ট্যান্ড সংলগ্ন গণশৌচাগারের ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। রুপ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য ইজারা দেয়া হয়। এ প্রতিষ্ঠানের নিয়োজিত মুসা, শওকত সহ ৭/৮ জনের একটি গ্রুপ দৈনিক আট হাজার টাকায় সাব-ইজারা নিয়ে চাঁদাবাজি শুরু করে। ওই গ্রুপটি কুয়াকাটাগামী পর্যটকবাহী যানবাহন, পণ্যবাহী ট্রাক, পিক-আপ, অটো, টেম্পো, টমটম, মিনি পিকআপসহ প্রাইভেট পরিবহনে পৌরসভার কর আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। চক্রটি প্রতিদিন নতুন বাসস্ট্যান্ড, নাচনাপাড়া চৌরাস্তা থেকে ফেরিঘাট চৌরাস্তা পর্যন্ত কুয়াকাটা মহাসড়কে যানবাহন থেকে পৌরসভার নির্ধারিত ইজারা দর অনুযায়ী পৌর শহর থেকে বহির্বিভাগীয়গামী বাস-ট্রাক থেকে ৫০ টাকার পরিবর্তে আদায় করছে ১০০-২০০ টাকা। আন্তঃবিভাগীয় বাস-ট্রাক প্রতি ৩০ টাকার পরিবর্তে আদায় করছে ৫০-১০০ টাকা। অটো, টেম্পো, টমটম, মিনি পিকআপ, মোটরসাইকেল বাসস্ট্যান্ড ব্যবহার করলে দৈনিক কুড়ি টাকা নেয়ার কথা। কিন্তু বাসস্ট্যান্ড ব্যবহার না করলেও মহাসড়ক দিয়ে চলাচলে প্রতিবার হাতিয়ে নেয় ৩০-৫০ টাকা। এ ছাড়া পণ্যবাহী ট্রাক থেকে লোড পয়েন্টের নামে অতিরিক্ত টাকা আদায় করছে। বাদ পড়ছেনা কুয়াকাটাগামী পর্যটকের বাস পর্যন্ত। এমন ফ্রি-স্টাইলে চাঁদাবাজির কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর লাঞ্ছিত করা হয়। যানবাহনের চাবি পর্যন্ত নিয়ে আটকে রাখা হয়।
×