ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালে বাস নদীতে ॥ নিহত ১৪

প্রকাশিত: ০৩:৫৪, ২৯ অক্টোবর ২০১৭

নেপালে বাস নদীতে ॥ নিহত ১৪

দুর্ঘটনায় পতিত হয়ে যাত্রীবাহী বাস হাইওয়ে থেকে ছিটকে পড়ে নদীতে নিমজ্জিত হলে বাসের ১৪ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার মধ্য নেপালের ডাডিং জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তাগণ জানান। সিনহুয়া। দুর্ঘটনাস্থলে উপস্থিত ডাডিং জেলা প্রশাসনের কর্মকর্তা রাম মনি মিশ্র বার্তা সংস্থাকে বলেন, নিহত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মিশ্র বলেন, বাসটি প্রায় ৪০ জনের মতো যাত্রী বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক যাত্রীর সংখ্যা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। নদী থেকে এখনও নিমজ্জিত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। বাসটি পূর্ব নেপালের রাজবিরাজ এলাকা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় হাইওয়ে থেকে নদীতে ছিটকে পড়ে। কী কারণে বাসটি দুর্ঘটনায় পতিত হলো তা কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারছে না।
×