ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেনেডি হত্যার সব নথি কেন প্রকাশ করা হয়নি

প্রকাশিত: ০৩:৫৪, ২৯ অক্টোবর ২০১৭

কেনেডি হত্যার সব নথি কেন প্রকাশ করা হয়নি

নানা গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের প্রায় ৫৪টি বছর পর তিন হাজারের কাছাকাছি অতিগোপনীয় নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ। এতে দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় চলে এসেছে। তবে যুক্তরাষ্ট্র সরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের আড়ালে রেখেছে বলে যে গুজব চালু রয়েছে, এই বিশাল নথি স্তূপ তাতে ইন্ধন যোগানো ছাড়া আর কোন লাভ হবে না। দেশটি ৩২শ’ নথির মধ্যে ২৮শ’ উন্মুক্ত করে দিয়েছে। খবর দ্য সানডে এক্সপ্রেস অনলাইনের। নথি প্রকাশ সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বড়াই করে বলেছিলেন, দীর্ঘ প্রতীক্ষিত জেএফকে ফাইল অবশেষে প্রকাশ হতে যাচ্ছে। খুবই চমৎকার! তবে একটি মেমোর মাধ্যমে ট্রাম্প তার টুইটের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির কথা ভেবে তিনি সব নথি প্রকাশের অনুমতি দিতে পারেননি। তিনি বলেন, আমার কোন উপায় নেই আজÑ কিন্তু ওই ফাইলগুলি প্রকাশের পরিবর্তে আমাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য হুমকির বিষয়টি মাথায় নিতে হয়েছে। ১৯৯২ সালে কেনেডি হত্যা নিয়ে তদন্তের অবশিষ্ট সব নথি আগামী ২৫ বছরের মধ্যে ন্যাশনাল আর্কাইভের মাধ্যমে উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কেবল প্রেসিডেন্ট যেগুলো প্রকাশে বাদসাধবেন সেগুলো প্রকাশ করা হবে না। তবে বাকি গোপন নথি পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের হাতে এখনও ছয় মাস সময় আছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, অবশিষ্ট নথিগুলো যথেষ্ট বিচার-বিশ্লেষণের পর ছাড়া হবে। আগামী বছরের ২৬ এপ্রিলের মধ্যে পর্যালোচনা শেষ করে উপযুক্ত পরিস্থিতিতে যাচাই-বাছাই শেষে বাকি নথিগুলো প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে কেনেডি গুপ্তহত্যা সংক্রান্ত পঞ্চাশ লাখ পাতার নথি রয়েছে। নব্বই দশকের শেষদিক থেকে এসব নথির ৮৮ শতাংশে সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। হরেক রকম যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণ শেষে বাকি ১১ শতাংশও প্রকাশ করা হবে। সবচেয়ে বেশি স্পর্শকাতার এক শতাংশ নথি চিরদিনের জন্য অপ্রকাশিত থেকে যাবে। বিশাল নথি স্তূপের একটিতে বলা হয়েছে, কেনেডি নিহত হওয়ার ২৫০ মিনিট আগে ব্রিটেনের একটি স্থানীয় পত্রিকা যুক্তরাষ্ট্রে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে বলে আভাস পেয়েছিল। এফবিআইয়ের পরিচালক এক মেমোতে বলেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫-কে জানানো হয়েছিল, ইংল্যান্ডের ক্যামব্রিজ থেকে ২২ নবেম্বর গ্রিনিচ সময় ১৮.৫ মিনিটে একটি বেনামী ফোন এসেছে, যাতে যুক্তরাষ্ট্রে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার ইঙ্গিত দেয়া হয়েছিল। ফোনটি ধরেছিলেন ক্যামব্রিজ নিউজ নামে পত্রিকার এক জ্যেষ্ঠ প্রতিবেদক। ফোনে ওই বেনামী লোকটি ক্যামব্রিজ নিউজের প্রতিবেদককে কেবল বলেন, বেশকিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে বলে লন্ডনের যুক্তরাষ্ট্র দূতাবাসকে তার জানানো উচিত। এর পরই ফোনটা কেটে যায়। ১৯৬৩ সালের ২২ নবেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে লি হার্ভি ওসোয়াল্ড জন এফ কেনেডিকে হত্যা করেন। টেক্সাসের স্কুল বুক ডিপোজিটরির ষষ্ঠ তলায় অনুকূল অবস্থান নিয়ে হার্ভি ভারি স্নাইপার রাইফেল দিয়ে তাকে দুই দফায় গুলি করেন।
×