ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের শাসনামলে মার্কিন পাসপোর্টের মানের অবনতি

প্রকাশিত: ০৫:২৬, ২৮ অক্টোবর ২০১৭

ট্রাম্পের শাসনামলে মার্কিন পাসপোর্টের মানের অবনতি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় মার্কিন পাসপোর্টের মান পড়ে এসেছে। সম্প্রতি পরিচালিত এক জরিপ অনুযায়ী বৈশ্বিক গতিময়তার নিরিখে মার্কিন পাসপোর্টের মান ১৮ দেশের পরে স্থান পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ শক্তিধর একটি দেশের পাসপোর্টের এই অবমূল্যায়নকে ‘হতবুদ্ধিকর ধস’ বলে মনে করা হচ্ছে। নিউজ উইক। আন্তর্জাতিক অর্থনৈতিকবিষয়ক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটেল কর্তৃক পরিচালিত এই জরিপের ফলাফল গত বুধবার প্রকাশিত হয়। এতে দেখা যায়, পাসপোর্টের মান বিচারে সর্বপ্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের অবস্থান ষষ্ঠ স্থানে নেমে গেছে। ষষ্ঠ স্থান অধিকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে আয়ারল্যান্ড কানাডা ও মালয়েশিয়াও রয়েছে। আরটন ক্যাপিটেল জরিপ ফার্মটি পাসপোর্টের মান বিচারে প্রথম যে জিনিসটি বিবেচনা করে তা হচ্ছে, কোন দেশের পাসপোর্টধারী অন্য কোন দেশের ভিসা পেতে গিয়ে হয়রানি বা জটিলতার সম্মুখীন হয় কিনা অথবা শুধু পাসপোর্ট দেখিয়েই কোন দেশ ভ্রমণের সুযোগ পেয়ে যায়। এ ক্ষেত্রে মার্কিন পাসপোর্টধারীরা পূর্বে যে সুযোগ-সুবিধা পেত ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর কিছু কিছু দেশ তা বাতিল করে দিয়েছে।
×