ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখ খুলল আর্জেন্টিনা

প্রকাশিত: ০৪:২২, ২৮ অক্টোবর ২০১৭

মুখ খুলল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামী স্টেট (আইএস) রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি দিয়ে সম্প্রতি লিওনেল মেসির একটি পোস্টার প্রকাশিত করেছে। শুধু বিশ্বকাপেই নাশকতা নয় মেসির প্রাণনাশের হুমকিও দিয়েছে সংগঠনটি। এমন অবস্থায় মুখ খুলেছে মেসির আর্জেন্টিনা। তারা জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। আইএসের হুমকির পর পুরো বিশ্বকাপের আয়োজনই যেন খানিকটা রং হারিয়েছে। কপালে দুশ্চিন্তার রেখা পড়েছে মেসিসহ অংশ নিতে যাওয়া সব ফুটবলারদের। যদিও আর্জেন্টিনার ভাবনা তাদের তারকা ফরোয়ার্ড বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে। ওই পোস্টার ছড়ানোর পরপরই রাশিয়ায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্ডো লাগারিও যোগাযোগ শুরু করেছেন রাশিয়ার সঙ্গে। তিনি বলেছেন, ‘ছবিতে যে বার্তা দেয়া হয়েছে তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। মেসি ও মেসির পরিবারের প্রতি আমাদের সমর্থন আছে ও থাকবে। কারণ মেসিকে উদ্দেশ করেই আইএস পোস্টার ছাপিয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সন্দেহ নেই যে রাশিয়ান সরকার, রাশিয়ান ফুটবল ফেডারেশন থেকে বিশ্বকাপে খেলতে আসা দল, সমর্থক ও সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তাই দেয়া হবে। আমি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি।’ তিনি জানিয়েছেন, মেসিকে কেন্দ্র করে ছাপানো আইএসের পোস্টার নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে রাশিয়া। সে কারণেই ভরসা দিচ্ছেন মেসিসহ অংশ নিতে আসা সব ফুটবলারকে। বলেছেন, ‘আইএসের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখান। আর্জেন্টিনা ভয়-ভীতিহীনভাবেই রাশিয়ায় খেলতে আসবে।’
×