ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০৩:২৪, ২৭ অক্টোবর ২০১৭

খুলনায় ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাস্তাঘাট সংস্কার করে চলাচল উপযোগী করা, ট্যাঙ্কলরির সামনে থাকা বাম্পার অপসারণ না করা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করার দাবিতে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়েছে। এ সময় খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন, পরিবহন বন্ধ ছিল। পরে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কার্যক্র শুরু করা হয়। কর্মবিরতি চলাকালে নগরীর খালিশপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলে পদ্মা, মেঘনা ও যমুনার খালিশপুরের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। রাস্তাঘাটের বেহাল দশার কারণে জ্বালানি তেল পরিবহন করা অত্যন্ত ঝুঁকি হয়ে পড়েছে। বিশেষ করে নওয়াপাড়া থেকে যশোর, যশোর থেকে নড়াইল, মাগুরা, বেনাপোল রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এসব রাস্তায় ঝুঁকি নিয়ে শ্রমিকরা (চালক) ট্যাঙ্কলরি চালাচ্ছে। বক্তারা অবিলম্বে ভাঙ্গাচোরা সড়ক মেরামত এবং ট্যাঙ্কলরির বাম্পার অপসরণ না করা ও হাইওয়েতে পুলিশের হয়রানি বন্ধ করার দাবি জানান।
×