ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ অক্টোবর ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০

১। জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? (ক) কৃষি (খ) শিল্প (গ) ব্যবসা (ঘ) স্বাস্থ্য। ২। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান হয়- (র) গায়কের গান গাওয়া (রর) গৃহিনীর রান্না করা (ররর) ব্যবসা বাণিজ্য করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ শফিক একজন ১৬ বছরের যুবক। কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল। অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে। ৩। শফিকের দুরাবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে? (ক) অর্থনৈতিক অনগ্রসরতা (খ) কর্মসংস্থানের অভাব (গ) দারিদ্রের দুষ্টচক্র (ঘ) প্রশিক্ষণের অভাব। ৪। শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন- (র) খাদ্য নিরাপত্তা প্রদান (রর) পুনর্বাসনে ব্যবস্থা করা (ররর) শিক্ষার ব্যবস্থা করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। এঘচ এর পূর্ণ রূপ কোনটি ? (ক) এৎড়ংং ঘধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ (খ) এৎড়ংং ঘধঃরড়হধষ চৎড়ফঁপঃ (গ) এৎড়ংং ঘধঃরড়হধষ চৎড়লবপঃ (ঘ) এৎবধঃ ঘধঃরড়হধষ চৎড়ফঁপঃ । ৬। রেমিটেন্স বলতে কী বোঝায় ? (ক) বৈদেশিক অর্থ (খ) বিনিয়োগের অর্থ (গ) ব্যাংকের রিজার্ভ (ঘ) মুনাফা । ৭। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বিরাট অংশ আসে- (ক) কৃষি (খ) রেমিটেন্স (গ) শিল্প (ঘ) সেবা। ৮। ১৪-১৫ অর্থবছরে মোট জাতীয় উৎপাদনে কৃষি ও বনজ খাতের অবদান কত ? (ক) ১৪.৩৩ শতাংশ (খ) ১৬.৩৫ শতাংশ (গ) ১৮.৪০শতাংশ (ঘ) ২০.৪৫ শতাংশ । ৯। বাংলাদেশের জাতীয় আয়ের ১০.৮০শতাংশ অবদান কোন খাতের ? (ক) মৎস্য খাত (খ) শিল্প খাত (গ) পরিবহন ও যোগাযোগ খাত (ঘ) তথ্যপ্রযুক্তি খাত। ১০। বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো- (র) কায়িক শ্রম (রর) ব্যাংক ও বীমা (ররর) শিল্প। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক ? (ক) কৃষি (খ) শিল্প (গ) মৎস্য (ঘ) স্বাস্থ্যসেবা। ১২। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে- প্রবাসীদের আয় বৃদ্ধি (রর) জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বৃদ্ধি (ররর) ভোগ্য পণ্যের আমদানী বৃদ্ধি। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। মানব সম্পদ উন্নয়নের কাজটি করা যায়- (র) শিক্ষার মাধ্যমে (রর) যুব উন্নয়নের মাধ্যমে (ররর) কর্মসংস্থানের মাধ্যমে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। কোন কাজটি ব্যক্তি উদ্যোগের উদাহরণ ? (ক) চিকিৎসক (খ) ব্যাংকার (গ) স্বাস্থ্যকর্মী (ঘ) মুদি দোকানদার। ১৫। বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্পখাতে নিয়োজিত ? (ক) ২২.৭% (খ) ২৪.৩% (গ) ২৪.৭% (ঘ) ২৫.৩% । ১৬। ফসলের অধিক উৎপাদনের জন্য প্রয়োজন- উন্নত সেচ ব্যবস্থা করা (রর) উন্নত বীজ ব্যবহার করা (ররর) জৈব সারের ব্যবহার করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ১৭। জনগণের জীবনমান উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন ? (ক) শিল্পখাতের উৎপাদন বাড়ানো (খ) কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি (গ) পর্যটন শিল্পের বিকাশ (ঘ) পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা । ১৮। জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উপায় হলো- (ক) দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ (খ) বিদেশে জনশক্তি রপ্তানি (গ) বিনিয়োগ বৃদ্ধি (ঘ) বাণিজ্য বিস্তার। ১৯। জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে - (ক) এঘচ বাড়লে (খ) এউচ বাড়লে (গ) মাথাপিছু আয় বাড়লে (ঘ) সঞ্চয় বাড়লে। ২০। একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় যা দ্বারা - মোট জাতীয় উৎপাদন (রর) জীবনযাত্রার মান (ররর) জনগণের মাথা পিছু আয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । উত্তর ঃ ১(খ), ২(খ), ৩(গ), ৪(ঘ), ৫(খ), ৬(ক), ৭(খ), ৮(ক), ৯(গ), ১০(গ), ১১(ক), ১২(ক), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(খ), ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(ক), ১৯(গ), ২০(ঘ)।
×