ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির বার্সিলোনার জয়ে ফেরার মিশন

প্রকাশিত: ০৫:০৮, ২১ অক্টোবর ২০১৭

মেসির বার্সিলোনার জয়ে ফেরার মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছিল বার্সিলোনা। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম সাতটি ম্যাচেই জয় তুলে নেয় লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। তবে অস্টম ম্যাচে এসে কাতালানদের জয়যাত্রা থামিয়ে দিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠ থেকে কোনরকমে ১-১ গোলে ড্র নিয়ে ফেরে আর্নেস্টো ভালভার্ডের দল। এবার নবম রাউন্ডে মাঠে নামার পালা বার্সিলোনার। আজ রাতে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে খেলবে লীগের সাবেক চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ মালাগা। এই ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরতে চায় বার্সা। দলটির কোচ এমনই জানিয়েছেন। আজকের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে লেভান্তে-গেটাফে, রিয়াল বেটিস-আলাভেস ও ভ্যালেন্সিয়া-সেভিয়া। রবিবার মাঠে নামবে শিরোপা প্রত্যাশী অপর দুই দল রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এইবারকে আতিথ্য দেবে রিয়াল। আর সেল্টাভিগোর আতিথ্য নেবে এ্যাটলেটিকো। বর্তমানে অস্টম রাউন্ডের ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ১৭। আর তিন নম্বরে অবস্থান করা এ্যাটলেটিকোর ভা-ারে জমা ১৬ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লীগে টানা তিন ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বার্সিলোনা। লা লিগায়ও দলটি জয়ে ফিরতে মরিয়া। কোচ ভালভার্ডে বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। আগের ম্যাচে ড্র করলেও ছেলেরা খারাপ করেনি। এই ম্যাচে তাই জয়ে ফিরতে সবাই মুখিয়ে আছে। নেইমার চলে যাওয়ায় মেসি, সুয়ারেজদের সামনে আসে নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা তারা ভালভাবেই উতরে যাচ্ছে। বিশেষ করে মেসির জাদুকরী পারফর্মেন্সের কারণে। আর্জেন্টাইন অধিনায়ক একাই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছেন। যে কারণে সবার প্রশংসায় সিক্ত হচ্ছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। বুধবার রাতে যেমন ইউরোপিয়ান ফুটবলে ১০০ গোলের মাইলফলক গড়েছেন মেসি। এরপর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ মনে করেন মেসির কোন প্রতিদ্বন্দ্বী নেই। মেসির বয়স এখন ৩০ হলেও তার খেলার ধার কমার কোন লক্ষণ নেই। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের খেলায় তাই অভিভূত বার্সা সভাপতি। সাক্ষাতকারে বার্টোমেউ বলেন, আমি বিশ্ব ফুটবলের সব পুরস্কার মেসিকে দিতাম। কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। সে একটা যুগ তৈরি করেছে। সে এখনও এই অসাধারণ পর্যায়ে আছে কোচ আর্নেস্টো ভালভার্ডের প্রশংসা করে বার্সিলোনা সভাপতি বলেন, আমরা জানতাম তিনি কেমন কোচ। তিনি বুদ্ধিমান। তিনি ম্যাচগুলো ভালভাবে পরিচালনা করেন। ন্যুক্যাম্প ও সমর্থকদের প্রেমে পড়ে গেছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী বলা হয়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবে মেসি ও নেইমার দেখিয়েছেন তাদের মধ্যে বন্ধুত্ব। কোন বিভেদ দেখা মেলেনি তাদের মধ্যে। নেইমার পিএসজিতে যাওয়ার পর বার্সার এসেছেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো। তিনিও মেসিকে ভাসিয়ে চলেছেন প্রশংসায়। পাউলিনহোর মতে বার্সিলোনায় তার সতীর্থ মেসি বিশ্বসেরা ফুটবলার। চলতি মৌসুমে চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে থেকে বার্সিলোনায় নাম লিখিয়েছেন পাউলিনহো।
×