ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহর চিকিৎসায় এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:১১, ১৯ অক্টোবর ২০১৭

ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহর চিকিৎসায় এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মোঃ আব্দুল্লাহর (২৩) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেশের কয়েকটি প্রথম শ্রেণীর হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। জরুরী ভিত্তিতে দিল্লীর ফোরটিস হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ত্রিশ লাখ টাকা। কিন্তু রোগীর মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মহারাজ নগর গ্রামে তাদের বাড়ি। চাঁপাই নবাবগঞ্জ শহরের শাহনেয়ামাতুল্লাহ কলেজে স্নাতক শ্রেণীতে অধয়নরত মোঃ আব্দুল্লাহ। তার পিতা একজন বেসরকারী স্কুল শিক্ষক। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, মোঃ আব্দুল্লাহর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৭৫২২০১৪। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ আব্দুল্লাহ, ডাচ বাংলা ব্যাংক লি., চাঁপাইনবাবগঞ্জ শাখা, হিসাব নং ২৪০১৫১৩১৬১৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×