ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন কিউই কোচ

প্রকাশিত: ০৬:২৫, ১৪ অক্টোবর ২০১৭

ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন কিউই কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু ঘরের মাটিতেই নয়, বর্তমানে বিশ্বজুড়েই দারুণ ক্রিকেট খেলছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। আর ঘরের মাটিতে তাদের ছোঁয়ার সামর্থ্য নেই কোন দলেরই। চলতি মাসের শেষদিকে সেই ভারত সফরেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। দেশটির কোচ মাইক হেসন এটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। আগামী ২২ অক্টোবর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। বর্তমানে কিউইদের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ভারত। ওয়ানডে সিরিজে স্টিভেন স্মিথের দলকে উড়িয়ে দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছেন কোহলিরা। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওয়ানডে দল তারা র‌্যাঙ্কিং অনুসারে। আর এই মুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছে নিউজিল্যান্ড। ভারত সফরে দুর্বার কোহলিদের বিরুদ্ধে তাই কঠিন অগ্নিপরীক্ষা দেখতে পাচ্ছেন কিউই কোচ হেসন,‘ দেখুন, তাদের ঘরের মাটিতে রেকর্ড খুবই অবিশ্বাস্য। গত ২/৩ বছর ধরেই তারা নিয়মিত প্রতিপক্ষের ওপর একক আধিপত্য ধরে রেখেছে। আর সেজন্য সেখানে গিয়ে আমাদের অনেক ভাল পারফর্ম করতে হবে। নাহলে, খুবই খারাপ একটা শিক্ষা নিয়ে ফিরতে হবে। খুবই জরুরি আমাদের দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে ওঠা।’ এবার ৯ জনকে নিয়ে বৃহস্পতিবার ভারতের উদ্দেশে নিউজিল্যান্ড ত্যাগ করেছে হেসনের শিষ্যরা। ওয়ানডে দলে বাকি সদস্যরা যোগ হবেন নিউজিল্যান্ড ‘এ’ দল থেকে। আর সবেমাত্রই ভারত সফর শেষ করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এ কারণে কিছুটা সাহস পাচ্ছেন হেসন। তিনি বলেন, ‘সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে ‘এ’ দল ভারত সফর করছে এবং সেখান থেকে আমরা কিছু ছেলে পাব ওয়ানডে খেলার জন্য। তারা ইতোমধ্যেই কন্ডিশনের সঙ্গে মানিয়েও নিয়েছে।’
×