ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্যামসাং নির্বাহীর পদত্যাগ...

ক্ষুধায় মারা যাচ্ছে পেঙ্গুইন!

প্রকাশিত: ০৩:২০, ১৪ অক্টোবর ২০১৭

ক্ষুধায় মারা যাচ্ছে পেঙ্গুইন!

সমুদ্রে বরফের অত্যধিক পুরুত্বের কারণে এন্টার্কটিকা মহাদেশে মায়েদের খাদ্য সংগ্রহ সঙ্কটে হাজার হাজার পেঙ্গুইন বাচ্চা অনাহারে মারা যাচ্ছে। পরিবেশবিদরা একে পেঙ্গুইন প্রজনন প্রক্রিয়ায় বিপযর্য় বলে অভিহিত করেছেন। চলতি বছরের প্রথমদিকে ১৮ হাজার জোড়া এ্যাডেলি পেঙ্গুইনের প্রজননকৃত বাচ্চাদের মধ্যে মাত্র দুটি বাচ্চা বেঁচে থাকতে সক্ষম হয়েছে। -এএফপি স্যামসাং নির্বাহীর পদত্যাগ... পদত্যাগ করলেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেওন ওহ-হিউন। এর ফলে আবারও বড় ধরনের সঙ্কটে পড়ল প্রতিষ্ঠানটি। কর্মীদের কাছে দেয়া এক বিবৃতিতে ওহ-হিউন তার সরে যাওয়ার কথাটি জানান। তিনি বিবৃতিতে ‘প্রতিষ্ঠানের মধ্যে নজিরবিহীন সঙ্কটের’ বিষয়টিই তুলে ধরেন। ওহ-হিউন স্যামসাংয়ের পরিচালনা বোর্ডের সদস্য। - ব্লুমবার্গ
×