ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বদেশে ফিরে যেতে অস্বীকৃতি

মার্কিন কানাডীয় দম্পতির তালেবান বন্দীদশাথেকে মুক্তি

প্রকাশিত: ০৩:১৮, ১৪ অক্টোবর ২০১৭

মার্কিন কানাডীয় দম্পতির তালেবান বন্দীদশাথেকে মুক্তি

এক মার্কিন কানাডীয় দম্পতিকে এক সন্ত্রাসবিরোধী অভিযানের পর তালেবানের অধীনে বন্দীত্ব থেকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু পরিবারটি তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রগামী কোন মার্কিন বিমানে উঠতে অস্বীকার করছে। গুয়ানতানামো বে কারাগারের এক সাবেক বন্দীর সঙ্গে অতীতে স্বামীটির সম্পৃক্ততাজনিত উদ্বেগের কারণে তারা মার্কিন বিমানে উঠতে চাইছেন না। খবর এএফপির। পরিবারটি অরাজকতাপূর্ণ আফগান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে কুখ্যাত হাক্কানি নেটওয়ার্কের হাতে পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তি পেলে তাদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক অবস্থান নেয়ার কারণে পরিবারটির উদ্ধার সম্ভব হয়েছে। কয়েকটি জঙ্গী গ্রুপের প্রতি পাকিস্তানের সমর্থনের ব্যাপারে দেশটির ওপর চাপ প্রয়োগ করে আসছে ওয়াশিংটন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, পাকিস্তানী সরকারের এ সহযোগিতা এ আভাস দি”েচ্ছ যে, দেশটি যুক্তরাষ্ট্রের ইচ্ছার মর্যাদা দিচ্ছে এবং এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় আরও কিছু করবে। তিনি বলেন, দেশটি এ ব্যাপারে বেশ উদ্যোগ নিচ্ছে এবং আমার বিশ্বাস তারা যুক্তরাষ্ট্রের প্রতি আবারও সম্মান প্রদর্শন শুরু করেছেন। তিনি বলেন, আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত মর্যাদাশীল। প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইতোমধ্যে পরিবারটির মুক্তির প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠায় এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে। তিনি বৃহস্পতিবার বিকেলে রিপোর্টারদের বলেন, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। পাকিস্তানের সেনাবাহিনী বেশ ভাল করেছে। মুক্তিপ্রাপ্ত কাইটলান কোলম্যান ও জোশুয়া বয়লি ২০১২ সালে আফগানিস্তানে ছুটি কাটানোর সময় অপহৃত হন।
×