ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডুবে যাওয়া নৌযান থেকে ২৯ ঘণ্টা পর এক শ্রমিককে জীবিত উদ্ধার

প্রকাশিত: ০৫:০৬, ১৩ অক্টোবর ২০১৭

ডুবে যাওয়া নৌযান থেকে ২৯ ঘণ্টা পর এক শ্রমিককে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া নৌযান থেকে ২৯ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোহাগ হাওলাদার (৩০) নামে এক শ্রমিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগকে জীবিত উদ্ধার করার ঘটনায় অনেককে বলতে শুনা যায় ‘রাখে আল্লায় মারে কে’। বুধবার দুপুরে বন্দর উপজেলার ২নং ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় বিআইডব্লিউটিসির ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোহাগ হাওলাদার বরিশাল বাবুগঞ্জ উপজেলার ইদুলকাঠি গ্রামের বাদল হাওলাদারের ছেলে। একই সঙ্গে বাল্কহেডের ইঞ্জিন চালক। উদ্ধারকারী ডুবুরি আব্দুল জাহাঙ্গীর শিকদার বলেন,‘বাল্কহেডের ইঞ্জিন রুমে আটকে ছিল সোহাগ। অর্ধেকটা পানিতে তলিয়ে গেলেও বাকি অর্ধেকটা জায়গায় অক্সিজেন ছিল। যার জন্য সে বেঁচে ছিল।
×