ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার ॥ ট্রাইব্যুনালে আবার প্রাণচাঞ্চল্য,বিচার কাজ শুরু

প্রকাশিত: ০৫:০০, ১৩ অক্টোবর ২০১৭

যুদ্ধাপরাধী বিচার ॥ ট্রাইব্যুনালে আবার প্রাণচাঞ্চল্য,বিচার কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ ৯২ দিন পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এজলাসে ওঠেন পুনর্গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও দুই সদস্য। শুরুতেই ট্রাইব্যুনালের প্রয়াত চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হককে স্মরণ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। পরে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ট্রাইব্যুনালের নবনিযুক্ত দুই সদস্যকে রাষ্ট্রপক্ষ এবং উপস্থিত আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের সহযোগিতায় ট্রাইব্যুনাল সুষ্ঠু ও ধারাবাহিকভাবে বিচার কাজ পরিচালনা করে আসছে। আগামী দিনেও সেই সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন বলেও আমরা প্রত্যাশা করছি।’ এসময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউশন টিমের ১১ সদস্য ও আসামি পক্ষের আইনজীবী গাজী তামিমসহ অন্যান্য আইনজীবী পুনর্গঠিত ট্রাইব্যুনালকে অভিনন্দন জানায়। এর পর ট্রাইব্যুনাল জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া (৬৫) ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির মামলাটি ফের যুক্তিতর্কের জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করে মামলার কার্যক্রম শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারিক কাজে সহযোগিতার জন্য উভয়পক্ষের আইনজীবীদের কাছে সহযোগিতা কামনা করেছেন। এর আগে ১১ অক্টোবর আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মোঃ শাহিনুর ইসলামকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালে নতুন দুই সদস্য করা হয়, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন এবং পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। বঙ্গবন্ধুসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের শুরু থেকে প্রসিকিউশন দায়বদ্ধ। ঐতিহাসিক এ বিচার কাজে শুরু থেকে প্রসিকিউশন সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। সে সহযোগিতা ভষ্যিতেও অব্যাহত থাকবে। এ ছাড়া দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর ট্রাইব্যুনাল গাইবান্ধার সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া (৬৫) ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে মামলাটি পুনরায় শুনানির আদেশ দেয়। নতুন রুলে ট্রাইব্যুনালের যাত্রা শুরু প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ায় আমরা খুশি। এখন থেকে পূর্ণ গতিতে ট্রাইব্যুনালে বিচার শুরু হবে। তিনি বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচারিক কাজ পরিচালনা করে ট্রাইব্যুনালে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রসিকিউটর হায়দার আলী বলেন, ‘নতুন করে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হওয়ায় প্রসিকিউশন টিমের সদস্যদের মধ্যে কাজের চাঞ্চল্যতা ফিরেছে। আজকে একটি মামলার তারিখও ধার্য করা হয়েছে। আশা করছি, দ্রুত ট্রাইব্যুনালে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি হবে। বৃহস্পতিবারের মামলার বিষয়ে তিনি বলেন, জামায়াত নেতা আব্দুল আজিজসহ ছয়জনের মামলাটি বিচারিক কাজ শেষে গত ৯ মে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। উনার মৃত্যুর পর বুধবার ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তিন সদস্যের ট্রাইব্যুনালে নতুন দুই সদস্য যুক্ত হয়েছেন, ফলে মামলাটির যুক্তিতর্ক আবার শুনবে ট্রাইব্যুনাল। আগামী ২২ অক্টোবর থেকে আবার এ মামলার যুক্তিতর্ক শুরু হবে।
×