ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বৈরিতা কাটিয়ে সমঝোতায় পৌঁছল হামাস ও ফাতাহ

প্রকাশিত: ০৪:২৭, ১৩ অক্টোবর ২০১৭

বৈরিতা কাটিয়ে সমঝোতায় পৌঁছল হামাস ও ফাতাহ

এক দশকেরও বেশি সময় পর ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস ও ফাতাহ এক চুক্তিতে পৌঁছেছে। মিসরের মধ্যস্ততায় কায়রোতে দীর্ঘ আলোচনা শেষে তারা এ ঐকমত্যে পৌঁছায় বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানান। জেরুজালেম পোস্ট ও এএফপি। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। মিসরের রাজধানী কায়রো এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান হবে। মঙ্গলবার থেকে চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হয়। এক বিবৃতিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার দফতর জানিয়েছে, মিসরের মধ্যস্ততায় হামাস ও ফাতাহ এক সমঝোতায় পৌঁছেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। সমঝোতায় পৌঁছানো এক দল নাম প্রকাশ না করার শর্তে বলেছে, চুক্তিটিতে গাজা ও মিসরের মধ্যকার রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে হবে। পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনী কর্তৃপক্ষের বাহিনীকে এলাকাটি নিয়ন্ত্রণের কর্তৃত্ব দেবে। যা ফাতাহ নিয়ন্ত্রণ করে। আগামী দু’সপ্তাহে জাতীয় ঐক্যের সরকার গঠনে সব ফিলিস্তিনী দলই সমঝোতার ব্যাপারে ব্যাপক আলোচনা শুরু করবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্টের মুখপাত্র ও কায়রো প্রতিনিধি দলের সদস্য ফায়াজ আবু ইতা জানান, সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।
×