ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোঃ বোরহান কবির খোকন

স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৫:৪৩, ১২ অক্টোবর ২০১৭

স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১২ বছর ধরে বুকে ধারণ করা স্বপ্নটা আজ তোমাদের মুখোমুখি। আমি নিশ্চিত যে, তোমরা নিজেদেরকে এই ভর্তি যুদ্ধের জন্য যোগ্য ভাবে গড়ে তুলেছ। তবুও এই লড়ায়ের পূর্বে তোমাদের কিছু কথা মনে করিয়ে দিতে চাই। ভর্তি পরীক্ষায় ১২০ টা প্রশ্ন থাকবে অথচ তোমাকে সময় দেয়া হবে ৯০ মিনিট। সুতরাং সময়ের সমীকরণটা একটু কঠিন। এক্ষেত্রে তোমার উচিত হবে যে সাবজেক্টে জটিল ক্যালকুলেশন থাকে সেটার উত্তর শেষে দেয়া। তাই জীব বিজ্ঞান/বাংলা/ইংরেজি/রসায়ন দিয়ে শুরু করাটাই উত্তম। মনে রাখবে, তুমি মোট ৪ টা বিষয়ে উত্তর দিতে পারবে। বিগত বছরগুলোতে দেখা গেছে অনেকেই গণিতের প্রশ্নের উত্তর ভুল করে উত্তরপত্রের জীব বিজ্ঞানের অংশে অথবা রসায়নেরটা ভুল করে পদার্থ বিজ্ঞানের অংশে দাগিয়ে ফেলে। সাবধান। এই ভুলটি করে তুমি খুব ভাল পরীক্ষা দিলেও চান্স পাওয়ার সম্ভাবনা আর থাকবে না। শেষ সময়ে এসে এখন আর নতুন কোন টপিক পড়ার সময় না। বইয়ের সুত্রগুলো ভাল ভাবে আয়ত্ত করে নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে ভুলো না কিন্তু। সমাধান করার সময় যে টপিক্সগুলোতে তুমি আটকে যাচ্ছ সেগুলিতে একটু চোখ বুলিয়ে নাও। আর হ্যা, বেশি রাত জেগে পড়ালেখা করার কোন দরকার নাই। নিজের শরীরের যতœ নিতে হবে বেশি করে। সকলের পরিশ্রম সার্থক হোক। তোমাদের মেধা আর পরিশ্রমের সঠিক মূল্যায়ন কামনা করে এখানেই শেষ করছি।
×