ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে পুলিশ বিএনপি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ০৫:৩৯, ১২ অক্টোবর ২০১৭

নোয়াখালীতে পুলিশ বিএনপি সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১১ অক্টোবর ॥ বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের গুলিবিদ্ধসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় পুলিশ জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপি দাবি করে। বুধবার সাড়ে ১০টায় জেলা শহরের রশিদ কলোনিসহ ২-৩টি স্থানে এ ঘটনা ঘটে। রাজশাহীতে বিক্ষোভ প- স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশী বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের মালোপাড়া দলীয় কার্যাালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে মিছিল প- করে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত পথসভা করে নেতকর্মীরা চলে যায়। নওগাঁয় বাধা নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার জেলা বিএনপির বের করা বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় প- হয়ে যায়। দুপুর ১২টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কিছুদূর এগুতেই পুলিশী বাধার সম্মুখীন হয় মিছিলটি। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচী শেষ করেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। গাইবান্ধায় টিয়ার শেল নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় একজনকে গ্রেফতার করা হয়। শাহজাদপুরে আটক ১০ নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, মিছিল শেষ হওয়ার পর পরই থানা পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করে পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা সবুজুল ইসলাম সবুজসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
×