ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্ট নিয়ে হাইকোর্টের আদেশ ফের স্থগিত

প্রকাশিত: ০৮:০৩, ১১ অক্টোবর ২০১৭

মোবাইল কোর্ট নিয়ে হাইকোর্টের আদেশ ফের স্থগিত

স্টাফ রিপোর্র্টার ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িতপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপীল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছে। এর আগেও কয়েক দফা এই রায় স্থগিত ঘোষণা করেছিল আপীল বিভাগ। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যপক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজীম।
×