ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কুইন্স ব্যাটন রিলে দলের কার্যক্রম

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৭

কুইন্স ব্যাটন রিলে দলের কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালের ৪-১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস উপলক্ষে সোমবার চার সদস্যের কুইন্স ব্যাটন রিলে দল বাংলাদেশে আসেন। এ উপলক্ষে ৩ দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকালে দলটি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকেএসপি সফর করেন। এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, নজীব আহমেদ, আহমেদুর রহমান বাবলু, একেএম সেলিম, হামিদা বেগম, বিওএ’র কাউন্সিলর জোবেরা রহমান লিনুসহ বিওএ এবং আয়োজক কমিটির কর্মকর্তারা। সেনাবাহিনীর সাভারস্থ ৯ পদাতিক ডিভিশন অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন। রাসেলকে রুখে দিল রহমতগঞ্জ বিপিএল ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে মঙ্গলবার প্রথম খেলায় শেখ রাসেল-রহমতগঞ্জ ম্যাচ ড্র হয় ১-১ গোলে। এই ড্রতে নিজেদের দশম ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে একবারের লীগ চ্যাম্পিয়ন এবং শেখ রাসেল। অপরদিকে সমান ম্যাচে ১৯৭৭ লীগের রানার্সআপ এবং ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জের সংগ্রহ ১১ পয়েন্ট। তারা আছে ১২ দলের মধ্যে অষ্টম স্থানে। ম্যাচের ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। কর্নার থেকে বক্সে বল পেয়ে শট নেন রাসেলের এক খেলোয়াড়। হেড দিয়ে বল ফেরান প্রতিপক্ষ ডিফেন্ডার। কিন্তু তারপরও বল গিয়ে পড়ে রাসেলের অধিনায়ক শাহেদুল ইসলাম শাহেদের কাছে। দূরপাল্লার শটে গোল করেন তিনি (১-০)। ম্যাচের ৭৪ মিনিটে বাঁপ্রান্ত থেকে রহমতগঞ্জের শিমুলের বাড়িয়ে দেয়া বলে ফিনিশিং টোকা দেন ইসমাইল বাঙ্গুরা। বল চলে যায় জালে (১-১)।
×