ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের সিরিজ শুরু আজ

প্রকাশিত: ০৬:৪৮, ১১ অক্টোবর ২০১৭

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের সিরিজ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে চারদিনের একটি ম্যাচ। এরপর বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দল পরস্পরের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আজ সকাল সাড়ে নয়টায় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার মধ্য দিয়ে সিরিজ শুরু হচ্ছে। চারদিনের ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। চারদিনের ম্যাচটি শেষে ১৭ অক্টোবর ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথম ওয়ানডে দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরু হবে। ওয়ানডে সিরিজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডের পর ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ সিরিজ খেলতে শনিবার বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দলটি। ২৭ অক্টোবর বাংলাদেশ ছাড়বে তারা। এ সিরিজ খেলতে দুই দলই এখন আছে সিলেটে। রবিবারই সিলেট পৌঁছে যায় দুই দল। এ সিরিজের জন্য তরুণ দলই ঘোষণা করেছে বাংলাদেশ। তবে নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, জুবায়ের হোসেনের মতো জাতীয় দলে খেলা তারকারাও রয়েছেন। দুই বছর পর বাংলাদেশ ‘এ’ দলের খেলা হতে যাচ্ছে। সর্বশেষ ২০১৫ সালে ভারত সফরে গিয়েছিল ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ও একটি তিনদিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার খেলবেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান (সাইফ হাসানের ইনজুরিতে ঢুকেছেন), সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন।
×