ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নেইট

প্রকাশিত: ০৫:০৬, ৯ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নেইট

হারিকেন নেইটের প্রভাবে যুক্তরাষ্ট্রের গাল্ফ কোস্টে প্রচন্ড ঝড়ো বাতাস, ব্যাপক বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। শনিবার রাতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর মোহনার কাছে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানে। খবর বিবিসির। এরপর উত্তর দিকে আরও এগিয়ে গিয়ে হারিকেনটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বিলক্সিতে দ্বিতীয়বারের মতো ভূখ-ে আঘাত হানে। গত মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় মারিয়া ও আরমার মতো শক্তিশালী না হলেও নেইটের কারণে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্রান্তীয় এই ঝড় গত সপ্তাহে নিকারাগুয়া, কোস্টারিকা ও হন্ডুরাসে তা-ব চালিয়ে অন্তত ২৫ জনের প্রাণ কেড়ে নেয়। পরে এটি আরও শক্তি অর্জন করে সাফির-সি¤পসন স্কেলের ১ মাত্রার হারিকেনে পরিণত হয়ে এটি যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যায়। হারিকেন আঘাত হানার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প লুইজিয়ানায় জরুরী অবস্থা জারি করেছেন। এর ফলে রাজ্যটি বিপদকালীন প্রস্তুতি ও ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইতে পারবে। আলাবামার রিপাবলিকান সিনেটর কে আইভে রাজ্যের বাসিন্দাদের তীব্র বাতাস ও বড় ধরনের ঢেউয়ের আঘাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের পাঁচটি বন্দরে নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। উপকূল এলাকার তেল ও গ্যাস পরিশোধনাগারগুলোর উৎপাদন বন্ধ করে সেখানে থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। শনিবার রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসির) বুলেটিনে আলাবামা-ফ্লোরিডা সীমান্তের পার্ল নদীর মুখেও ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়। নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। লুইজিয়ানার গবর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের এক হাজারের বেশি সদস্যকে নিউ অরলিয়ন্সের ড্রেনেজ পা¤প পরিস্থিতি দেখতে পাঠানো হয়েছে। নিচু এলাকার দিকে যারাই আছেন, তাদের প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। নিউ অরলিয়ন্সে শনিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে। শহর রক্ষা বাঁধের বাইরে থাকা বাসিন্দাদের দ্রুত অন্য এলাকায় চলে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে তীব্র বৃষ্টি, ঝড় ও বন্যার মাধ্যমে সড়কে যান চলাচল বন্ধ করে, সেতু নষ্ট ও ঘরবাড়ি ধ্বংস করে নেইট মধ্য আমেরিকার দেশগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত করে দিয়েছে। ঝড়ের কারণে এ পর্যন্ত নিকারাগুয়ায় অন্তত ১৩ জন, কোস্টারিকায় ৮, হন্ডুরাসে ৩ ও এল সালভাদরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশগুলোর কয়েক হাজার বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সুপেয় পানির সঙ্কটে পড়েছেন কোস্টারিকার প্রায় চার লাখ লোক। এনএএইচসি বলছে, লুইজিয়ানায় আঘাত হানার পরপরই ঘূর্ণিঝড় নেইট দুর্বল হয়ে পড়বে। রবিবার সকাল নাগাদ এটি ফের ক্রান্তীয় ঝড়ে পরিণত হবে এবং সোমবার দিনের শেষনাগাদ এটি শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়বে।
×