ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড বেলারুশের আলেকজান্দ্রা চিচিকোভা

প্রকাশিত: ০৫:০৫, ৯ অক্টোবর ২০১৭

মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড বেলারুশের আলেকজান্দ্রা চিচিকোভা

বেলারুশের আলেকজান্দ্রা চিচিকোভা (২৩) হলেন এবারের মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড। প্রথমবারের মতো আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতাটি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শনিবার অনুষ্ঠিত হয়। চিচিকোভা মনোবিজ্ঞানের ছাত্রী। খবর এএফপির। মূল অনুষ্ঠানের মঞ্চে প্রতিযোগীরা নিজের উপস্থাপনা শেষে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন চিচিকোভা বলেন, আপনার উদ্বিগ্নতা ও ভয়ের সঙ্গে লড়াই করুন। এ সময় প্রতিযোগীদের পরনে জাতীয় পোশাক ছিল। দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লিবোহাং মানিইয়াটসি রানার-আপ হন। এ ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় পোল্যান্ডের প্রথম প্রতিযোগী ছিলেন আদ্রিয়ানা জাওয়াদজিনস্কা। ১৯টি দেশের ২৪ জন চলাচলে অক্ষম নারীকে নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। প্রতিযোগিতার সহ-প্রতিষ্ঠতা ও জুরি প্রেসিডেন্ট কাতারজিনা ওয়োগাতাসক-গিনালসকা জানান, প্রতিযোগিতার লক্ষ্য ছিল হুইল চেয়ারে করে চলাচলকারী নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। যাতে তাদের এই বৈশিষ্ট্য দিয়ে যেন কেউ সম্পূর্ণভাবে বিচার না করে। প্রতিযোগিতাটি আয়োজন করেছে পোল্যান্ডভিত্তিক ওনলি ওয়ান ফাউন্ডেশন। ওয়োগাতাসক-গিনালসকা বলেন, আমরা বিশেষভাবে মেয়েদের ব্যক্তিত্ব, তাদের দৈনন্দিন কার্যক্রম, সামাজিক জীবন ও পরিকল্পনায় তাদের সম্পৃক্ততা বিবেচনা করি। প্রতিযোগিনীরা জাতীয় পর্যায়ে অথবা যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই সেখানে পোলিশ ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারী সংস্থাগুলো কর্তৃক গৃহীত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীরা আট দিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে কাটিয়েছেন। এখানে তারা রিহার্সাল, ফটোসেশন, কনফারেন্স ও বিভিন্ন স্থান সফর করেছেন। মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যেসব দেশ অংশ নিয়েছেন তারা হলো এ্যাঙ্গোলা, বেলারুশ, ব্রাজিল, কানাডা, চিলি, ফিনল্যান্ড, ফ্রান্স, গুয়াতেমালা, ভারত, ইতালি, মেক্সিকো, মালদোভা, হল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।
×