ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএল কলেজকে মেডিক্যাল সেন্টার হস্তান্তর

প্রকাশিত: ০৩:১০, ৮ অক্টোবর ২০১৭

বিএল কলেজকে মেডিক্যাল সেন্টার হস্তান্তর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ঐতিহ্যবাহী সরকারী বিএল কলেজের এ্যালামনাই এ্যাসোসিয়েশন নির্মিত মেডিক্যাল সেন্টারটি শনিবার সকালে কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিএল কলেজ ক্যাম্পাসে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের নবনির্মিত দোতলা ভবনের নিচতলায় স্থাপিত মেডিক্যাল সেন্টারটিতে দুটি চিকিৎসক চেম্বার, ছাত্রছাত্রীদের জন্য দুটি পৃথক কেবিন, নার্স ও আয়াদের জন্য একটি কক্ষ, সর্বক্ষণিক চিকিৎসকের জন্য একটি কক্ষ এবং অপেক্ষমাণ রোগীদের জন্য একটি কক্ষ রয়েছে। মেডিক্যাল সেন্টার হস্তান্তর উপলক্ষে বিএল কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট এনায়েত আলী নবনির্মিত মেডিক্যাল সেন্টারের দলিলাদি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলামের হাতে তুলে দেন। এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট এনায়েত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তৃতা করেন এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর হারুনুর রশীদ, উপদেষ্টা রেজওয়ান-উল হক, সহসভাপতি এ্যাডভোকেট মঞ্জুর-উল-আলম, প্রকৌশলী আজাদুল হক, এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিএল কলেজের অধ্যক্ষ সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম আলমগীর হোসেন এবং বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বদিউজ্জামান।
×