ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেষ চারে কেভিতোভা

প্রকাশিত: ০৪:৪৯, ৭ অক্টোবর ২০১৭

শেষ চারে কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ চীনা ওপেনে দুর্দান্ত গতিতে ছুটছেন পেত্রা কেভিতোভা। শুরু থেকে অসাধারণ পারফর্ম করে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। শুক্রবার চীনা ওপেনের কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন তারই স্বদেশী বারবোরা স্ট্রাইকোভাকে। কেভিতোভা ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছেন সিমোনা হ্যালেপ। রোমানিয়ার হ্যালেপ এদিন ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। গত বছরের শেষ মুহূর্তে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভয়াবহ আঘাত পান কেভিতোভা। এরপরই তার ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকে। তবে সব সংশয় আর শঙ্কা দূরে ঠেলে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা কোর্টে ফেরেন। শুরুটা অবশ্য নিজের মতো হয়নি দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকার। তবে ক্রমেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। শুক্রবার তৃতীয়বারের মতো চীনা ওপেনের সেমিফাইনালের টিকেট কেটে যেন সেটারই ইঙ্গিত দিচ্ছেন দুইবারের উইম্বলডন জয়ী। তবে শেষ চারে তার আসল পরীক্ষা। কেননা সেখানেই যে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ক্যারোলিন গার্সিয়া অথবা এলিনা সিতলিনাকে। গার্সিয়ার সময়টা এখন দুর্দান্ত কাটছে। সম্প্রতি উহান ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেই চীনা ওপেনের কোর্টে নামেন তিনি। এদিকে টেনিস কোর্টে দারুণ সময় কাটছে সিমোনা হ্যালেপেরও। কোয়ার্টার ফাইনালে দারিয়া কাসাতকিনাকে হারাতে তার সময় লাগে মাত্র ৬৯ মিনিট। সেমিফাইনালে তার প্রতিপক্ষ জেলেনা ওস্টাপেঙ্কো। এ মৌসুমে ফ্রেঞ্চ ওপেনেও মুখোমুখি হয়েছিলেন ওস্টাপেঙ্কো-হ্যালেপ। কিন্তু সেই ম্যাচে লাটভিয়ার এই টেনিস তারকার বিপক্ষে পেরে উঠতে পারেননি হ্যালেপ। শুধু তাই নয়, গোটা টেনিস বিশ্বকে চমকে দিয়ে ফরাসী ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছিলেন ওস্টাপেঙ্কো। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। কিন্তু এবার অবশ্য কোন ভুল করতে চান না হ্যালেপ। কেননা এই টুর্নামেন্টে রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকেও হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, রোমানিয়ান এই টেনিস তারকাকে হাতছানি দিচ্ছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলেরও। কেননা এই মুহূর্তে বাজে সময় কাটছে গারবিন মুগুরুজার। চলতি বছর উইম্বলডনে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। তারই উপহার হিসেবে ইউএস ওপেনের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেন স্পেনের এই টেনিস তারকা। তবে শীর্ষে ওঠার পর নিজের মান আর ধরে রাখতে পারেননি তিনি। উহান ওপেনের পর চীনা ওপেনেও নিষ্প্রভ ছিলেন এই স্প্যানিয়ার্ড। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। যে কারণেই তাকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠার দারুণ সযোগ রোমানিয়ার সিমোনা হ্যালেপের। এদিকে পুরুষ এককে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন রাফায়েল নাদাল। দারুণ জয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। শুক্রবার কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ে স্প্যানিশ এই টেনিস তারকা ৬-৪ এবং ৭-৬ (৭/০) গেমে পরাজিত করেন আমেরিকার জন ইসনারকে। শেষ চারে নাদালের প্রতিপক্ষ এখন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ। চলতি বছরটা দুর্দান্ত কাটছে নাদালের। ফ্রেঞ্চ ওপেনের পর ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেইসঙ্গে দীর্ঘদিন পর আবারও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরেন ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক। তার লক্ষ্য এখন বছরের শেষটাও সাফল্যের সঙ্গে পার করা।
×