ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অরুণাচলে প্রশিক্ষণের সময় কপ্টার ভেঙ্গে সাত বিমানসেনা নিহত

প্রকাশিত: ০৩:৩৯, ৭ অক্টোবর ২০১৭

অরুণাচলে প্রশিক্ষণের সময় কপ্টার ভেঙ্গে সাত বিমানসেনা নিহত

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার চীন সীমান্ত লাগোয়া চুনা পোস্টের কাছে ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণরত এক হেলিকপ্টার ভেঙ্গে ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই বিমান বাহিনীর সদস্য। একজন গুরুতর আঘাত পেয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিমান বাহিনীর এমআই-১৭ ভি-৫ কপ্টারটি আকাশে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য উড়েছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দিয়েছে বিমান বাহিনী। ৮ অক্টোবর অরুণাচল প্রদেশ সফরের কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের। তার আগেই এই দুর্ঘটনা। জাপানে পাঁচ শিশুকে পুড়িয়ে মারল পাষন্ড- বাবা জাপানে শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের বাবা ইচ্ছাকৃতভাবে এ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
×