ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডোকলাম সীমান্তে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন

প্রকাশিত: ০৩:৩৮, ৭ অক্টোবর ২০১৭

ডোকলাম সীমান্তে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন

ডোকলাম সীমান্তে ভারতের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে অচলাবস্থা চলার পর চীন সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে। এই কাজে নিরাপত্তার জন্য পাঁচ শ’ সৈন্য নিযুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরত্বে মোতায়েন রয়েছে চীনের প্রায় এক হাজার সৈন্য। ভারত বলেছে দু’দেশের মধ্যে একটি অভিন্ন এলাকায় ‘সংঘাত এলাকা’ তারা প্রত্যাশা করে না। এনডিটিভি। চীন-ভুটান সীমান্তের ওই বিতর্কিত এলাকায় চীনের রাস্তা সম্প্রসারণ কাজে সহায়তা করছে দেশটির গণ মুক্তি ফৌজ (পিএলএ)। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ডোকলাম এলাকায় নির্মাণ সামগ্রী এবং বুলডোজার নিয়ে এসেছে পিএলএ। কয়েক বছর আগে সেখানে প্রথম রাস্তা নির্মিত হয়েছিল। এখন ওই রাস্তা প্রসারিত করে মোটর গাড়ি চলাচলের উপযোগী করতে চায় চীন। রাস্তা সম্প্রসারণের মাধ্যমে চীন ওই এলাকায় নিজের সীমানা বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া জানিয়েছে, ২৮ আগস্ট ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব কেটে যাওয়ার পরপরই চীন সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে। সমঝোতা অনুযায়ী সেখান থেকে উভয় দেশ সৈন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলেও চীন সেখানে সৈন্য রখে দেয়। ভারতের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির হিন্দু পত্রিকা জানিয়েছে, ‘এ পরিস্থিতিকে স্থিতবস্থা বলা যায় না, স্থিতবস্থার জন্য চীনের সব সৈন্য প্রত্যাহার করে নেয়া উচিত ছিল।’
×