ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেলুচিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ২০

প্রকাশিত: ০৩:৩৬, ৭ অক্টোবর ২০১৭

বেলুচিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝল মাগসি এলাকার ফাতেহপুর দরগায় আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি ডন নিউজকে এ তথ্য জানিয়েছেন। মুসল্লিরা মাজারের দোয়া মাহফিলে শামিল হওয়ার সময়ই এ হামলা হয়। বৃহস্পতিবার দিনটিতে সাধারণত মাজারে মানুষের উপস্থিতি বেশি থাকে। সে কারণে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা হামলাটিকে আত্মঘাতী হামলা বলেই বর্ণনা করেছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল জানান, মাজারে ঢোকার মুখে মূল প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারীকে বাধা দেয় দায়িত্বরত পুলিশ। এ সময় সে নিজেকে উড়িয়ে দেয়। কর্মকর্তারা ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং আহতদের ঝল মাগসির স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। কাকার বলেন, সৈয়দ চিসাল শাহের বার্ষিক ওরসে বিপুলসংখ্যক মানুষ মাজারে যখন উপস্থিত হয়, তখন মাজারের বাইরে এ হামলার ঘটনা ঘটে। একই মাজারে ২০০৫ সালের ১৯ মার্চ অপর এক আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত এবং অনেকেই আহত হন।
×