ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রায়েরবাজার এলাকা পরিচ্ছন্ন রাখার দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৩:২০, ৭ অক্টোবর ২০১৭

রায়েরবাজার এলাকা পরিচ্ছন্ন রাখার দাবি শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার ॥ রায়েরবাজার এলাকা পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছে ওই অঞ্চলের শিক্ষার্থীরা। এসব রাস্তায় প্রতিনিয়ত ময়লা-আবর্জনা, পানের পিক, খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, এলাকার সবাই যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থেকে, নিজ দায়িত্বে বাড়ির সামনের অংশ প্রতিদিন পরিষ্কার করলে এলাকা সুন্দর থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে। গত বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানম-ি কচিকণ্ঠ হাইস্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, আলিফ আইডিয়াল পাবলিক স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় রায়েরবাজার বৈশাখী খেলার মাঠ থেকে শংকর পর্যন্ত আয়োজিত এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচীতে সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পণ্যসামগ্রীর প্যাকেট এবং প্লাস্টিকের বোতল, পলিথিন, ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে ময়লার পাত্র ব্যবহার করা প্রয়োজন। ড্রেন ও স্যুয়ারেজ লাইনে ময়লা-আবর্জনা ফেলা উচিত নয়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াতে আমরা সমস্যার সম্মুখীন হই। বক্তারা আরও বলেন, নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এলাকাবাসীর। ৩৪নং ওয়ার্ডে রায়েরবাজার থেকে শংকর পর্যন্ত আবর্জনার পাত্র বসানো হয়েছে। এ পাত্রগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা নিজেরা যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকব এবং সন্তানদের শৈশব থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্ত করব। ক্যাম্পেন থেকে সিটি কর্পোরেশনের প্রতি ভোর হওয়ার পূর্বে ময়লা-আবর্জনা অপসারণ ও ঝাড়ু দেয়া, পরিত্রাণের জন্য নিয়মিত রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতার জন্য সাইনবোর্ড স্থাপনের আহ্বান জানানো হয়।
×