ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রকাশিত: ০৮:৩৯, ৫ অক্টোবর ২০১৭

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম-৪৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান. বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীর হোসেন তার বাড়ির পাশে তোরশা নদীতে মাছ ধরতে যান। এ সময় ভারতের লক্ষ্মীমারী রোস্তম ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার বাম হাত ছিদ্র করে বুকের ভেতর বিদ্ধ হয়।
×