ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো - খবর

প্রকাশিত: ০৫:০০, ৫ অক্টোবর ২০১৭

টুকরো - খবর

কিশোর হত্যা মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরের চরশ্রীরামপুরে চোর সন্দেহে কিশোর সাগর হত্যার অন্যতম আসামি আবদুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া গ্রাম থেকে কাইয়ুমকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান। জিজ্ঞাসাবাদে কাইয়ুম সাগরকে মারধরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর সকালে চোর সন্দেহে শহরের মালগুদাম রেলওয়ে বস্তির কিশোর সাগরকে গৌরীপুরের চরশ্রীরামপুরের হ্যাচারিতে খুঁটির সঙ্গে বেঁধে হত্যা করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার খালিশা চাঁপানি ইউনিয়নের খালিশা চাঁপানি মাদ্রাসাপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত জামিদুল ইসলাম (৫২) চিকিৎসাধীন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রতিপক্ষের আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী জানায় মাত্র দুই শতক জমি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে জামিনুর ইসলামের দীর্ঘদিন দ্বন্দ চলে আসছিল। মঙ্গলবার সকালে উক্ত জমি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনোয়ার হোসেনের লোকজন জামিনুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন জামিনুর রহমানকে উদ্ধার করে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাকে বিকেলে রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল। সাভারে অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ অক্টোবর ॥ সাভারে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮’র একটি টিম। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকার একটি তিনতলা বাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে ওই হাউজিংয়ের একটি তিন তলা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রামে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পতেঙ্গা থানার নেভাল একাডেমি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল হক (৩৫) ফেনী জেলার পরশুরাম থানার পশ্চিম শীতলক্ষ্যা গ্রামের বজলুর রহমানের পুত্র। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আবদুল হক রাতে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। অসতর্কতায় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারাত্মকভাবে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠিতে শিশু নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, শহরের রুপনগর এলাকার ডিবি পুলিশ কনস্টেবল নান্নু হাওলাদারের শিশুপুত্র তাসকিন (দেড় বছর) বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরিবারের অসতর্কতার কারণে বুধবার সকাল ৮ টায় শহরের ভাড়াটিয়া বাসায় খেলার ছলে সুইস বোর্ডের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণলঙ্কার, ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে যাওয়ার পথে ডাকাতরা ৪ জনকে কুপিয়ে আহত করেছে। জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামের কুয়েত প্রবাসী সদর আলীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে নদীপথে ট্রলারযোগে ২০-২৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল হানা দেয়। ভোলায় ১৫ জেলের দ- নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ অক্টোবর ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার ৫ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ২ মণ মা ইলিশসহ ৫টি ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা দিয়েছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভোলার মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে বিভিন্ন এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় ১৩ জেলেকে আটক করা হয়। এ সময় প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃত ১৩ জনের মধ্যে ৪ জনকে এক বছর, ৮ জনের এক মাস ও একজনের তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ২ জেলেকে ১ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ আটক করা হয়। আটককৃত ২ জনকে ২ বছরের কারাদ- দেয়া হয়। পাবনায় ১৮ জেলে নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুজানগর উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে এক বছর করে কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এ দ-াদেশ দেন। সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকারের খবর পেয়ে সকালে থানা পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তা যৌথভাবে অভিযান চালায়। এ সময় ১৮ জেলেকে আটক করা হয়। এদের কাছ থেকে আট মণ মা ইলিশ, তিনটি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সবাইকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডদেশ দেন। চট্টগ্রামে যুবক আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর এনায়েত বাজার এলাকায় ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। সাব্বির নামের এ যুবক ইতোপূর্বে গ্রেফতার যুবলীগ কর্মী অমিত মুহুরীর বন্ধু। মঙ্গলবার রাতে জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অমিত মুহুরী এবং সাব্বির একই এলাকায় থাকতেন। ইতোপূর্বে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জবানিতে সাব্বিরের নাম না এলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
×