ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা নিরর্থক টিলারসনকে ট্রাম্প

প্রকাশিত: ০৬:০১, ৪ অক্টোবর ২০১৭

উ. কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা নিরর্থক টিলারসনকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন, পারমাণবিক কর্মসূচীর বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার অর্থ হলো সময় নষ্ট করা। আর সে কারণে টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি। রবিবার এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তার সময় নষ্ট করছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করব। এর আগে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, পরমাণু কর্মসূচীর বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করুক। উত্তর কোরিয়া গত বেশ কিছুদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। গত মাসেই দেশটি ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এই বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করা যাবে।
×