ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাস ভেগাসে হামলাকারী প্যাডক

প্রকাশিত: ০৫:৪৫, ৪ অক্টোবর ২০১৭

লাস ভেগাসে হামলাকারী প্যাডক

লাস ভেগাসে রবিবার মধ্যরাতে যা ঘটেছে, তাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ‘মাস শূটিং’ বলা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা গত বছর জুনে ফ্লোরিডার অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলার ঘটনাকে ছাড়িয়ে গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ম্যান্ডালে বে হোটেল এ্যান্ড ক্যাসিনোর ৩২ তলার একটি কক্ষ থেকে পাশের খোলা জায়গায় রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট দেখতে জড়ো হওয়া ২২ হাজার মানুষের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি শুরু“করেন প্যাডক। পুলিশ ওই কক্ষে পৌঁছানোর আগেই তিনি অস্ত্র ঘুরিয়ে নেন নিজের দিকে। ততক্ষণে তার গুলিতে নিহত হয়েছেন ৫৯ জন, আহত পাঁচ শতাধিক। বিবিসি জানিয়েছে, ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। এর আগে তার কোন অপরাধে জড়িত হওয়ার রেকর্ড নেই পুলিশের খাতায়। তবে একজন প্রতিবেশী বলেছেন, জুয়ার নেশা ছিল প্যাডকের। আর তার আচার আচরণ ছিল ‘অদ্ভুত’। সূত্র : বিবিসি
×