ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা;###;দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) প্রস্তুতি-৭;###;সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৬, ৩ অক্টোবর ২০১৭

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

বহুনির্বাচনী-৩০ ১। হিন্দুধর্মের ক্রমবিকাশকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে ? (ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি। ২। কোন মহাপুরুষের প্রেমভক্তি অনুসরণ করে বাঙালি হিন্দুধর্ম চেতনার আকাশে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব ঘটে ? (ক) ঠাকুর অনুকুলচন্দ্র (খ) ড.মহানামব্রত ব্রক্ষ্মচারী (গ) শ্রীচৈতন্য মহাপ্রভু (ঘ) হরিচাঁদ ঠাকুর। ৩। স্মৃতি শাস্ত্র বলতে বোঝায় - (র) জাগতিক ও পরমার্থিক চিন্তার ক্রমবিকাশ (রর) জ্ঞান,ভক্তি ও রাজযোগের সমন্বয় (ররর) কর্ম ও জ্ঞানের সংযোগ স্থাপন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র,রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ এবং ৫ নং প্রশ্নের উত্তর দাও ঃ নৃপেন্দ্রনাথ মুখার্জী একজন উদার মনের মানুষ। তিনি তাঁর পিতার মৃত্যুবার্ষিকীতে অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করেন। সেখানে তাঁর গ্রামের উঁচু-নিচু,ধনী-দরিদ্র নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানান। তাঁর বাড়িতে সকলে নাম সংকীর্তনে মেতে উঠেন। ৪। উদ্দীপকে নৃপেন্দ্রনাথের চরিত্র তোমার পঠিত কোন মহাপুরুষের আদর্শ ফুটে উঠেছে ? (ক) স্বামী স্বরূপানন্দ (খ) ঠাকুর অনুকুলচন্দ্র (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) শ্রীচৈতন্যদেব। ৫। উক্ত মহাপুরুষের মতাদর্শ থেকে উদ্ভব হয়েছে- (ক) ভক্তিবাদ (খ) মাতুয়াবাদ (গ) অযাচক আশ্রম (ঘ) সৎসঙ্গ সংগঠন ৬। হিন্দুধর্মের অপর নাম কী? (ক) প্রাচীন ধর্ম (খ) পৌরানিক ধর্ম (গ) সনাতন ধর্ম (ঘ) বৈদিক ধর্ম। ৭। সনাতন ধর্মের মূলে কে ? (ক) দেবতা (খ) দেবী (গ) পুরোহীত (ঘ) স্বয়ং ভগবান। ৮। শ্রী পার্থিব যে কাম্যবস্তু- (র) ধন-ধান্য (রর) বল-বিক্রম (ররর) যশ । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৯। হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ কোনটি ? (ক) বেদ (খ) ঊপনিষদ (গ) পুরাণ (ঘ) গীতা। ১০। ধী বলতে যা বোঝায় - (ক) জ্ঞান (খ) জ্ঞান ও প্রজ্ঞা (গ) বিনয় (ঘ) মনন। উত্তর ১(ক), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(ঘ), ৬(খ), ৭(ক), ৮(ঘ), ৯(গ), ১০(খ)।
×