ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুলদীপে মুগ্ধ ওয়ার্ন

প্রকাশিত: ০৪:৪১, ৩ অক্টোবর ২০১৭

কুলদীপে মুগ্ধ ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিভাবান ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বোলিং দেখে মুগ্ধ শেন ওয়ার্ন। কিংবদন্তি অস্ট্রেলীয় লেগস্পিনার বলেন, ‘গতবার ভারতে এসে ওর সঙ্গে দেখা করে বেশ ভাল লেগেছিল। ওর বোলিং দেখতে সত্যিই ভাল লাগে। ব্যাটসম্যানদের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদেরও দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছিল সে। ওয়ানডে সিরিজে এর ব্যতিক্রম ছিল না। দুর্দান্ত বোলিং করেছে। তাই হ্যাটট্রিক করার মতো যোগ্য বোলার কুলদীপ। যদি সেরা পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে সে ইয়াসিরকে শাহকে ভবিষ্যতে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’ ভারত সফরে ওয়ানডে সিরিজে ৪-১ এ হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে স্টিভেন স্মিথদের যথেষ্ঠ ভুগিয়েছেন ২২ বছর বয়সী বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ম্যাচে অংশ নিয়ে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নেন কুলদীপ। গত মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক কুলদীপের। ওই টেস্টেই বল হাতে চমক দেখান। ওই সিরিজে দুই ম্যাচে অংশ নিয়ে ৯ উইকেট শিকার করেন। ফলে ভারতের ওয়ানডে দলেও সুযোগ পেয়ে যান তরুণ এই বাঁহাতি স্পিনার। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে কুলদীপের। তবে সদ্যই শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে ভবিষ্যতের তারকা হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। তাই কুলদীপের এমন বোলিং পারফর্মেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার ওয়ার্ন। ইয়াসিরকে চ্যালেঞ্জ দেয়ার মতো বোলার কুলদীপকে মনে করেন তিনি, ‘কুলদীপ যদি একটু ধৈর্য ধরে বোলিং করে, তবে সে সব রকম ফরমেটেই সেরা স্পিনার হওয়ার দৌড়ে দ্রুত ইয়াসিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে।’ ভারতের হয়ে ২ টেস্টের পাশাপাশি ১১ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৯, ১৮ ও ৩টি করে উইকেট। টি২০তে ফিরলেন নেহরা স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য অভিজ্ঞ পেসার আশিষ নেহরাকে দলে ফিরিয়েছে ভারত। আরেক পরিচিত মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকও ডাক পেয়েছেন। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে ছুটিতে থাকা ওপেনার শিখর ধাওয়ান স্কোয়াডে ফিরেছেন। ৩৮ বছর বয়সী নেহরা সর্বশেষ গত ফেব্রুয়ারিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলে। ইনজুরির জন্য উইন্ডিজ ও শ্রীলঙ্কা সফর মিস করেন। আর ক্যারিবীয়দের বিপক্ষে থাকলেও শ্রীলঙ্কা সফরে ছিলেন না কার্তিক। ওয়ানডে খেলা ইনফর্ম অজিঙ্কা রাহানে বাদ পড়েছেন। পনেরো সদস্যের দলে নেই রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। ওয়ানডে সিরিজেও দুই তারকা স্পিনারকে বিশ্রাম দেয়া হয়েছিল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ দাপটের সঙ্গেই ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম-ইন্ডিয়া। ভারত টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মানিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হারদিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা, অক্ষর প্যাটেল।
×