ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সাংবাদিক দীপংকর চক্রবর্তী স্মরণে শোক সভা

প্রকাশিত: ০৪:২৩, ৩ অক্টোবর ২০১৭

বগুড়ায় সাংবাদিক দীপংকর চক্রবর্তী স্মরণে শোক সভা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজের সাবেক সহসভাপতি দীপংকর চক্রবর্তীর হত্যাকা-ের ১৩তম বার্ষিকীকে সোমবার বগুড়ায় শোক ও স্মরণ সভা হয়েছে। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। দুই হাজার চার সালের ২ অক্টোবরে রাতে তিনি শহরের সাতমাথার কর্মস্থল থেকে শেরপুর উপজেলার বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই নৃশংসভাবে খুন হন। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সাংবাদিকরা এই নৃশংস হত্যাকা-ের বিচার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। চলতি বছর এই মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করে এবং সে স্বীকারেক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে বলে জানিয়ে বক্তারা সতর্কতার সঙ্গে মামলার তদন্ত শেষ করে হত্যাকা-ে জড়িত সকল খুনীকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। সভায় বিএফইউজের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিফইউজের যুগ্ম সম্পাদক জিএম সজল, নির্বাহী সদস্য ঠা-া আজাদ ও বিইউজের সাধারণ সম্পাদক জেএম রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×